দেশে করোনা পরিস্থিতি অনেকটিই নিয়ন্ত্রণে আছে। ডেল্টার প্রকোপ সামলে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমছে। শনিবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় করোনাক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার মারা যান ২১ জন, বৃহস্পতিবার ২৩ জন, বুধবার ১৭ জনের মৃত্যু হয়। দেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৫৫৫ জনের।
এদিকে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু বাড়লেও কমেছে শনাক্ত সংখ্যা। অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৭ হাজার ২৮৩ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৫৮৯ জনের। গতকাল শুক্রবার ৮৪৭ জনের করোনা শনাক্ত হয়।
করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩.৪১। শুক্রবার ছিল ৩.৪৩, বৃহস্পতিবার ৩.৮৩ এবং বুধবার ছিল ৪.১২। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭ জনের।
• ২৪ ঘণ্টায় মৃত্যু: ২৪
• মোট মৃত্যু: ২৭ হাজার ৫৫৫
• শনাক্ত : ৫৮৯
• মোট শনাক্ত: ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭
• নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ১৭ হাজার ২৮৩
• শনাক্তের হার: ৩.৪১ শতাংশ
• সুস্থ: ৭৪১
• মোট সুস্থ: ১৫ লাখ ১৭ হাজার ৬৪২