নিজস্ব প্রতিবেদকঃ নিরীক্ষার মাধ্যমে জন প্রতিষ্ঠানের সেবার সুষম বন্টন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কেএমএসএস (খুলনা মুক্তি সেবা সংস্থা) ।
আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল দশটায় ৩১নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে ওয়ার্ড উন্নয়ন সমন্বয় কমিটি’র মিটিং অনুষ্ঠিত হয়।
মানুষের জন্য ফাউন্ডেশন এবং ইউকেএইড আর্থিক এবং কারিগরী সহয়োগিতায় পরিচালিত খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএমএসএস) যার
শ্লোগান হচ্ছে ” জন প্রতিষ্ঠানে সুশাসন, সেবা পাবে বঞ্চিত জন।” বাস্তবায়িত বঞ্চিতজনের অধিকার-ইপিআর প্রকল্পের আওতায় ৩১ নং ওয়ার্ড কাউন্সিলরের আয়োজনে উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আরিফ হোসেন, সম্মানিত কাউন্সিলর এবং সভাপতি, ৩১নং ওয়ার্ড, কেসিসি, খুলনা। উক্ত সভায় বক্তব্য পেশ করেন শিক্ষানুরাগী এবং সাংবাদিক মোঃ মোসলেহ্উদ্দিন তুহিন, সদস্য মোঃ মঈনুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী বিনয় কৃষ্ণ রানা, মনিটরিং অফিসার মোঃ শফিকুল ইসলাম, সহ-সভাপতি রমিজ খান।
সভাপতি তার বক্তব্যে বলেন, এলাকায় পরিস্কার-পরিছন্নতা, রাস্তার বেহাল দশা, অবেধ দখল উদ্ধার, রাস্তার ধূলাবালি হতে পরিবেশ দূষণ মুক্ত করতে পানি ছিটানো, ইভটিজিং বন্ধের উদ্যোগ, বৃক্ষরোপন কর্মসূচি, ডেঙ্গু প্রতিরোধের নানা কার্যক্রম বর্ননার পাশাপাশি সমস্যা এবং উত্তোরনের বিষয়সহ পর্যায়ক্রমে ৩১ নং ওয়ার্ডের
গুরুত্বপূর্ণ এলাকা খুব দ্রুত সিসি টিভির আওতায় আনা হবে বলে জানান । তিনি ওয়ার্ড উন্নয়ন কমিটির সকল সদস্যকে আরো সক্রিয় হবার আহবান জানিয়ে বলেন, আপনারা আমাকে এবং সচিবকে জবাবদিহির জন্য ওয়ার্ডবাসীদের মূখোমুখি করার ব্যবস্থা গ্রহণ করতে পারেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন রহিমা আক্তার মনি, মোঃ আমগীর কবির, ওয়ার্ড সচিব হাফিজুর রহমান, মোসাঃ রুমিছা বেগম, আসমা খান, মোসাঃ বিউটি, মোঃ মফিজুল ইসলাম মঞ্জু, আব্দুল হাকিম, পাপিয়া বেগম, মোঃ সালেহা বেগম, মোঃ বাবুল, রমিজ খান, মোঃ রুবেল, মোঃ শেখ বাদল, মোসাঃ হাফিজা, মোঃ হাসান, মোঃ ইলিয়াছ প্রমূখ। সার্বিক সহযোগিতা করেন ফিল্ড ফ্যাসিলিটেটর জাকিয়া আক্তার।
ইতিপূর্বে ২২ সদস্য বিশিষ্ট একটি ওয়ার্ড উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটি ত্রৈমাসিক সভার মাধ্যমে ওয়ার্ডের বিভিন্ন কার্যক্রম নিরীক্ষা ও সমীক্ষার ভিত্তিতে মূল্যয়ন প্রতিবেদন প্রকাশ করবে ।