নগরীর ৩১নং ওয়ার্ডের বৌ বাজার এলাকায় ১৪ দল খুলনার আয়োজনে বৃহস্পতিবার বিকেল ৫টায় এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৪ দল খুলনা সিটি নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক খালিদ হোসেনের সভাপতিত্বে এবং নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য ফারুক হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য প্রদান করেন, শেখ গোলাম মোর্তুজা (জাসদ), আরিফুজ্জামান মন্টু (জাসদ), মোশারফ হোসেন(জাসদ), মাসুদ রানা (জাসদ), ন্যাপ খুলনা মহানগর সভাপতি মো: নাসির উদ্দিন, জেলা ন্যাপের এনামুল হক টুটুল, খান জাহিদুর রহমান, ওয়ার্কার্স পার্টির দেলোয়ার উদ্দিন দিলু, ফারুকুল ইসলাম, মনির হোসেন, মনির আহম্মেদ, জাকের কর্মি গ্রুপের গোলাম নবী মাসুম, বীর মুক্তি যোদ্ধা সাদেক আলী, মামুন মাতুব্বর, ইউনুছ মোড়ল, আওয়ামীলীগের সোয়েব রহমান, ফারুক হোসেন, শামীম আহম্মেদ, জাতীয় পার্টি (জেপি)’র এড. আব্দুল মজিদ, ড. জাকারিয়া জাকির, আব্দুল হালিম, মো: হায়দার আলী, ডাঃ এম,এন আলম সিদ্দিকী, সাজু হোসেন, গণতন্ত্র পার্টির সোলায়মান হাওলাদার, তৌহিদুল ইসলাম, তৌহিদুজ্জামান, ফোরকান মল্লিক, জসিম, আরিফ, দিগন্ত, অভি, সাঈফ সাত্তার, সাম্যবাদী দলের এফ এম ইকবাল, মীর গাউস, মো: তাহমিদ। সমাবেশে বক্তারা বলেন, ১২ জুন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, নিরেপেক্ষ, ও শান্তিপূর্ণ হবে বলে আমরা বিশ্বাস করি। যারা অসাংবিধানিক ও অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার ষড়যন্ত্র করেছে তারা নির্বাচনের মাঠ থেকে দূরে আছেন। তারা জনগণের বিভ্রান্তি ছড়াচ্ছেন। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাার প্রচেষ্টা চালাচ্ছে। তাদের বিষয়ে জনগণকে সচেতন থাকার আহবান জানান এবং ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে জননেতা তালুকদার আব্দুল খালেককে নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানানো হয়।