ক্রীড়া ডেস্কঃ২০২০ অস্ট্রেলিয়া নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব খেলতে হলে বাছাই পর্ব পার হতে হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। সে লক্ষ্যে স্কটল্যান্ডে কোয়ালিফায়ার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমে ব্যাট করে টাইগ্রেসদের ৮৬ রানের সহজ লক্ষ্য দিয়েছে আইরিশরা।
কোয়ালিফায়ার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল স্কটল্যান্ডের ডান্ডিতে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকাল তিনটায় অনুষ্ঠিত হয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আইরিশ অধিনায়ক লরা ডেলা। টস জিতে ব্যাট করতে নেমে ফাহিমা-নাহিদাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৮৫ রান তোলে আয়ারল্যান্ড।
ব্যাট করতে নেমে মাত্র ছয় রানে দুই উইকেট হারায় আইরিশরা। আয়ারল্যান্ডের প্রথম উইকেট শিকার করেন টুর্নেমেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি নাহিদা আক্তার। এ নিয়ে, চার ম্যাচে তার শিকার আট উইকেট।
ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকার করেন ফাহিমা খাতুন। ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তিনি। এছাড়াও অধিনায়ক সালমা খাতুন, জাহানার আলম, নাহিদা আক্তার ও মিতু মনি নেন একটি করে উইকেট।
বাংলাদেশ একাদশ : সালমা খাতুন (অধিনায়ক), মুরশিদা খাতুন, আয়েশা রহমান, নিগার সুলতানা (উইকেটরক্ষক), সানজিদা ইসলাম, ফারজানা হক, রিতু মনি, শায়লা শারমিন, ফাহিমা খাতুন, জাহানারা আলম ও নাহিদা আক্তার।