প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী মাস থেকে ইউনিয়ন ও গ্রাম কোভিড-১৯ এর ভ্যাকসিন দেয়া হবে। সে লক্ষে সেচ্ছাসেবী সংগঠন অগ্রপথিক সাচিয়াদহ বিনামূল্যে ভ্যাকসিনের টিকার নিবন্ধন কার্যক্রম শুরু করেছে। সপ্তাহব্যাপী এ কার্যক্রম চলবে আগামী বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা ও বিকেল ৪ থেকে সাড়ে ৬টা পর্যন্ত। তেরখাদার সাচিয়াদহ পূর্বপাড়া সর্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গন ও পশ্চিমপাড়ার তে-মাথা দোকানের সামনে স্বেচ্ছাসেবী সংগঠনের টিম উপস্থিত থেকে কোভিড-১৯ টিকা রেজিস্ট্রেশন ফ্রি কার্যক্রম পরিচালনা করছে।
অগ্রপথিক সাচিয়াদহ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ হতে সুরক্ষা অ্যাপ বা (Surokkha.gov.bd) এর মাধ্যমে অনলাইন এ করোনা ভাইরাস (কোভিড-১৯) দুই শতাধিক টিকা ফ্রি রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়েছে। এ কার্যক্রমের পাশাপাশি টিকা নিবন্ধনকারীদের ফ্রি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণসহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতন করা হচ্ছে।-খবর বিজ্ঞপ্তি