ঘুম নাই দুচোখে আজি, ঘুম নাই কারো,
ঘুমের ঘরে আতকে উঠি, গজব আসছে আরো।
দিন নাই রাত নাই সময় বয়ে যায়,
ঘুম ছাড়া কি এভাবে বেঁচে থাকা যায়?
জিন্দা লাশের মত আজি সবার বসবাস,
এমন দুর্যোগ দিলে প্রভু কেউ থাকে না পাশ।
মায়া নাই, মহাব্বত নাই, মনে শুধু ডর,
আতঙ্ক নিয়ে সবাই আছে যার যার ঘর।
ঘরে বাইরে সুখ নাই আজি, সবাই অতিস্ট,
এমন অসুখ দিলে প্রভু জীবন যে পিষ্ট।
ভাল্লাগে না এমন জীবন, ভাল্লাগেনা আর,
ভুল গুলো ক্ষমা করো প্রভু, ভুল হবে না আর।
আগের মত দুনিয়াটা প্রভু কর স্বচ্ছল,
তোমার প্রিয় বান্দাদের জীবন হচ্ছে অচল।
তোমার করুনায় প্রভু দুনিয়া বাঁচে,
এই মিনতি করি মোরা তোমারই কাছে।
একটার পর একটা বালা দিচ্ছ মছিবত,
দুনিয়াতে আছে পাপি, আছে অনেক সৎ
তুমি মাওলা ক্ষমা করো, করো মোদের মাপ,
তোমার বান্দার ভুল ভেঙ্গেছে, করছে অনুতাপ।
রহম করো রহমানুর রহিম, দোয়া করি রোজ,
কি দুর্যোগ দিলে মাওলা, কেউ নেয়না খোঁজ।
মরার আগে মরছি মোরা চিন্তা কোরে কোরে,
বন্দী জীবন করছি যে পাড়, সবাই সবার ঘরে।
পেট চালানো দায় হলো আজ, সবার একই হাল,
পেটে ক্ষুদা আছে যেমন, মাথায় নেইকো চাল।
আম্ফান এলো, নিসর্গ এলো, এলো করোনা,
গরিব কৃষক জীবন যুদ্ধে আরতো পারে না।
এবার প্রভু ক্ষমা করো, দয়া করো তুমি,
তোমার দয়ায় রহম পাবে, সৃষ্টি তোমার ভূমি।