সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
অদম্য বাংলা সংলগ্ন সড়কের ল্যান্ডস্কেপিং ডিজাইনের কাজ দ্রুত শেষ করতে তাগিদ | চ্যানেল খুলনা

খুবির কেন্দ্রীয় মাঠ দ্রুত খেলার উপযোগী করে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ

অদম্য বাংলা সংলগ্ন সড়কের ল্যান্ডস্কেপিং ডিজাইনের কাজ দ্রুত শেষ করতে তাগিদ

অদম্য বাংলা সংলগ্ন সড়কের ল্যান্ডস্কেপিং ডিজাইনের কাজ দ্রুত শেষ করতে তাগিদ

খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ দ্রুত খেলার উপযোগী করে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. রেজাউল করিম। শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় তিনি সরেজমিনে খেলার মাঠ পরিদর্শন করে এ নির্দেশনা দেন।

তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক প্রশান্তি আসে। এজন্য শিক্ষার্থীদের শিক্ষা-গবেষণার পাশাপাশি খেলাধুলায়ও সম্পৃক্ত করা উচিত। এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য একটিমাত্র খেলার মাঠ রয়েছে। এটি দ্রুত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উপযোগী করতে হবে। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাসম্ভব সহযোগিতা প্রদান করবে। তিনি শারীরিক শিক্ষা চর্চা বিভাগকে দ্রুততম সময়ের মধ্যে কেন্দ্রীয় মাঠকে খেলার উপযোগী করে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দেন।

এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য অদম্য বাংলা সংলগ্ন সড়কের ল্যান্ডস্কেপিং ডিজাইনের কাজ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি ল্যান্ডস্কেপিং ডিজাইন দেখেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন। এ সময় তিনি ল্যান্ডস্কেপিং ডিজাইনের কাজ দ্রুত শেষ করতে প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট ঠিকাদারদের তাগিদ দেন।

পরিদর্শনকালে প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামান, শারীরিক শিক্ষা চর্চা বিভাগের উপ-পরিচালক মো. মঈনুল ইসলাম, উপ-পরিচালক এস এম জাকির হোসেন, প্রকৌশলী রাফসান নুন, শিক্ষার্থী প্রতিনিধি সাকিবুজ্জামান সাজিদ ও হাসানুজ্জামান রনিসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ঠিকাদার ও তাদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবিতে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) এর আলোচনা সভা

টানা বৃষ্টিতে খুবিতে সৃষ্ট দুর্ভোগ লাঘবে দ্রুত পানি নিষ্কাশনের নির্দেশ : প্রফেসর ড. মো. রেজাউল করিম

খুবিতে সুষ্ঠুভাবে ফুটবল প্রতিযোগিতা সম্পন্নে ডিনদের সাথে প্রফেসর ড. রেজাউল করিমের মতবিনিময়

শিক্ষার্থীদের চিকিৎসা সেবা নিশ্চিতে আরও বেশি যত্নবান হওয়ার নির্দেশনা : রেজাউল করিম

খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক প্রকাশিত নিউজ বুলেটিনের ১ম বর্ষের ২য় সংখ্যার মোড়ক উন্মোচন

খুবিতে নির্মাণাধীন জিমনেশিয়ামের কাজ নির্ধারিত সময়ের পূর্বেই সম্পন্নের তাগিদ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।