সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
অনুমোদনহীন আর্থিক প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ বন্ধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ | চ্যানেল খুলনা

খুলনা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

অনুমোদনহীন আর্থিক প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ বন্ধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ

চ্যানেল খুলনা ডেস্কঃমহানগরীসহ খুলনা জেলাতে ৩টি খুন, ৬টি ধর্ষণের ঘটনা ঘটেছে। গত নভেম্বর মাসের মাসিক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। খুলনা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় কৃষি জমিতে অবৈধ আবাসন প্রকল্প বন্ধ করা, মাদক প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
আইন-শৃঙ্খলা কমিটির ডিসেম্বর মাসের সভা রবিবার সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় অনুমোদন বিহীন আর্থিক প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ বন্ধে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে জেলা প্রশাসক বলেন, বুঝে শুনে সর্তকতার সাথে অর্থের বিনিয়োগ করা প্রয়োজন। “আমার বাড়ি, আমার খামার” অথবা পল্লী সঞ্চয় ব্যাংকের ন্যায় সরকারি উদ্যোগের সাথে যুক্ত হয়ে দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য বদলের সহজ ও নিরাপদ সুযোগ রয়েছে।
সভায় মুজিববর্ষ উদ্যাপন, কৃষি জমিতে অবৈধ আবাসন প্রকল্প বন্ধ করা, মাদক প্রতিরোধ ও জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, নগরীতে গত নভেম্বর মাসে চুরি ৫টি, খুন ১টি, অস্ত্র আইন ৩টি, ধর্ষণ ৩টি, নারী ও শিশু নির্যাতন ৬টি, মাদকদ্রব্য ১১১টি এবং অন্যান্য আইনে ২৪টিসহ মোট ১৫৩টি মামলা দায়ের হয়েছে। খুলনা মহানগরী অধিক্ষেত্রে গত অক্টোবর মাসে এ সংখ্যা ছিল ১৬০টি। খুলনা মহানগরীতে গত মাসের তুলনায় সাতটি মামলা হ্রাস পেয়েছে।
অন্যদিকে জেলায় গত নভেম্বর মাসে চুরি ৫টি, খুন ২টি, অস্ত্র আইন ৩টি, ধর্ষণ ৩টি, নারী ও শিশু নির্যাতন ১৩টি, মাদকদ্রব্য ৬৬টি এবং অন্যান্য আইনে ৫৯টিসহ মোট ১৫২টি মামলা দায়ের হয়েছে। জেলা অধিক্ষেত্রে অক্টোবর ২০১৯ মাসে এ সংখ্যা ছিল ১৭৮টি। খুলনা জেলায় অক্টোবর মাসের তুলনায় নভেম্বর মাসে ২৬টি মামলা হ্রাস পেয়েছে।
জেলা ও মহানগরীতে গত নভেম্বর মাসে মাদকদ্রব্যের বিরুদ্ধে বিভিন্ন মাদক স্পটে ১০৩টি অভিযান পরিচালনার মাধ্যমে ৩০টি ও ২৭টি টাস্কফোর্সের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২৫টি মামলা রুজু করা হয়েছে।
সভায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য মোঃ আকতারুজ্জামান বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) জি এম আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, সরকারি কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

পাটের ব্যাগ পুনরায় সর্বত্র চালুর উদ্যোগ নিয়েছি : সাখাওয়াত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।