ভারতের গোয়ায় অনুষ্ঠিতব্য জাতীয় স্তরের দূষণ প্রতিক্রিয়া অনুশীলনে অংশ নিতে মোংলা ত্যাগ করেছে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর যুদ্ধ জাহাজ “কামরুজামান”। শনিবার দুপুর আড়াইটায় বাংলাদেশ কোস্টগার্ডের বাগেরহাটের মোংলার দিগরাজ ঘাটি থেকে জাহাজটি ছেড়ে যায়।
জাহাজটিতে ১৫ জন কর্মকর্তা ১০৬ জন নাবিক এবং ৮ জন অসামরিক ব্যাক্তি শুভেচ্ছা সফরে গমন করেছেন। সফর কালে অধিনায়কের দায়িত্বপালন করেন ক্যাপটেন এম কিবরিয়া হক। প্রত্যাশয় ত্যাগের প্রাক্কালে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মোসায়েদ হোসেনসহ সফরকারী কোস্টগার্ড সদস্যদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। জাহাজটি সফর শেষে আগামী ৩০ এপ্রিল মোংলায় প্রত্যাবর্তন করার কথা রয়েছে।