সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
অনেক অপেক্ষার পর পরী এসেছে, সব যন্ত্রণা সার্থক হলো শ্রীময়ী | চ্যানেল খুলনা

অনেক অপেক্ষার পর পরী এসেছে, সব যন্ত্রণা সার্থক হলো শ্রীময়ী

কাকপক্ষী টের পায়নি কাঞ্চন মল্লিকের স্ত্রী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ মল্লিক অন্তঃসত্ত্বা। তবে লক্ষ্মীপুজোর দিন সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করতেই, নেটিজেনরা শ্রীময়ীর সাজগোজ দেখে কিছুটা আন্দাজ করেছিল এই সুখবরের।

এরপর শনিবার সকাল পর্যন্ত সন্তান আসার খবরে সিলমোহর না দিলেও, রাতের বেলা কাঞ্চন নিজেই জানালেন কন্যা এসেছে তাদের কোলজুড়ে। মেয়ের নাম রেখেছেন কৃষভি।

আর এবার সোশাল মিডিয়ায় অন্তঃসত্ত্বাকালীন ছবি পোস্ট করে মাতৃত্ব নিয়ে কলম ধরলেন শ্রীময়ী। সদ্য মা হওয়া শ্রীময়ী লিখলেন, ‘অনেক দিনের এই যাত্রা। ৯ মাসের। এই যাত্রায় ছিল শারীরিক ও মানসিক ওঠা-নামা। এই যাত্রায় ছোট্ট একটা প্রাণ লাথি মারছিল আমার ভেতরে। যা কিনা আশীর্বাদের মতো। অবশেষে অনেক অপেক্ষার পর আমার পরী এসেছে। আর তাকে দেখার পরেই আমার সমস্ত যন্ত্রণা, এতদিনের সব অনুভূতি সত্যিই সার্থক হল।’

এই দীপাবলি যে নিঃসন্দেহে কাঞ্চন মল্লিকের, তা হলফ করে বলা যায়। দিওয়ালির মৌসুমে পর্দার দাপট দেখিয়েছেন অভিনেতা। একদিকে বলিউড সিনেমা ‘ভুলভুলাইয়া ৩’তে বিশেষ চরিত্র, অন্যদিকে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘নিকষ ছায়া’ সিরিজে খলতান্ত্রিক বেশ, দুটোতেই ছক্কা হাঁকিয়েছেন তিনি।

তবে ঘুণাক্ষরেও কাউকে বুঝতে দেননি সামনে আসতে চলেছে আরও বড় খুশির খবর। শনিবার শহরের এক বেসরকারি হাসপাতালে দাঁড়িয়েই সেই খবর ফাঁস করলেন কাঞ্চন।

এত বড় খবর গোপন রাখার সাফাইও দিলেন তিনি। জানালেন, ‘আমি আসলে ঈশ্বরে বিশ্বাসী। তাই আগে থেকে কাউকে এই খবর জানাতে চাইনি। কারণ বাড়ির কিছু নিয়ম-নীতি রয়েছে। কিন্তু আস্তে আস্তে সবটাই জানাব সবাইকেই।’

গত বৃহস্পতিবার দিনভর নির্জলা উপোস রেখে কালীপুজায় বসেছিলেন কাঞ্চন। কালীপুজা উপলক্ষে মায়ের ভোগও রান্না করেছিলেন তিনি। তখন ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুগৃহিণী শ্রীময়ীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন অভিনেতা।

তিনি বলেন, ‘গত তিন বছর ধরে আমার বাড়ির কালীপুজার ভোগ শ্রীময়ীই রান্না করত। কিন্তু এবার আমি প্রথমবার রান্না করলাম। জীবনে কোনওদিন হেঁশেলে ঢুকে খুন্তি নাড়িনি। বলা যায়, একটা ডিমও ভাজিনি। সেখানে প্রথমবার মায়ের ভোগ রান্না করলাম। সবটাই আসলে শ্রীময়ীর তত্ত্বাবধানে। ও সাহায্য করেছে বলেই পারলাম। আসলে ভালো কোচ হলে, প্লেয়ারও ভালো হওয়া সম্ভব।’

ভালো কোচ ও ভালো প্লেয়ারের মেলবন্দনে জীবনের নতুন ইনিংস খেলতে নামলেন দম্পতি। তবে নবাগতর নাম কী রাখা হয়েছে সে তথ্যও সোশাল মিডিয়ায় প্রকাশ্যে এনেছেন কাঞ্চন-শ্রীময়ী। ইন্সটাগ্রাম পোস্টে কাঞ্চন জানিয়েছেন, ‘আমরা এখন তিন সদস্যের পরিবার এবং নতুন সদস্যার নাম কৃষভি।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

মা হলেন অভিনেত্রী দেবলীনা

নতুন লুকে পরীমনি, সিঁথিতে সিঁদুর

শুভেচ্ছাদূত হলেন সামিরা খান মাহি

নতুন লুকে ঝড় তুললেন সুহানা

‘বাবা বিজেপি সর্মথক হলেও শেষকৃত্যে মুসলিম বন্ধুদের সংখ্যাই বেশি ছিল’

১৪ দিনের রিমান্ডে ‘পুষ্পা’ খ্যাত অভিনেতা আল্লু অর্জুন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।