পবিত্র মাহে রমজানে দেশ ও জাতির কল্যাণে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) বাগেরহাট জেলার উদ্যোগে শনিবার (২২ মার্চ) বাগেরহাটের প্রাণকেন্দ্রে বেলিফ রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ডিইএব বাগেরহাট জেলা আহবায়ক ইঞ্জিঃ রাসেলুর রহমান এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সদস্য সচিব ইঞ্জিঃ মেহেদী হাসান রকির, সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ডিইএব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আবেদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি খুলনা অঞ্চল ইঞ্জিনিয়ার মাসুম মাহমুদ, কেন্দ্রীয় সদস্য শাহাবুদ্দিন সাবু, ডিইএব খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল কবির, ডিইএব ঢাকা জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার আবু হানিফ, আইডিবি বাগেরহাট জেলা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী মাহমুদুল কবির, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম মুসা, ঢাকা জেলা ডিইএব সদস্য ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, ইঞ্জিনিয়ার শহীদুজ্জামান, বাগেরহাট জেলা ডিইএব সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রোহান ইসলাম রুদ্র, সদস্য ইঞ্জিনিয়ার শেখ আসাদুজ্জামান সৈকত।
নেতৃবৃন্দ সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন করার উদাত্তর আহ্বান জানান। দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।