খুলনা মহানগর বিএনপির নেতারা বলেছেন, তামাশার নির্বাচনে সাধারণ মানুষ ভোটকেন্দ্রে যাবে না। আওয়ামী লীগ ক্ষমতা কুক্ষিগত করতেই আবার নির্বাচনের নাটক মঞ্চস্থ করছে। একতরফা নির্বাচনে জনগণের কোনো আগ্রহ নাই। তামাশার নির্বাচন জনগণের জন্য অভিশাপ আর দখলদার আওয়ামী লীগের জন্য মহোৎসব।
রবিবার (২৪ ডিসেম্বর) আগামী ৭ জানুয়ারির ভোট বর্জন এবং সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়ে অবরোধ পালনে বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তারা এসব কথা বলেন। নির্বাচন প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার
আহ্বান নেতৃবৃন্দ। দুপুর ২টায় পুলিশ লাইন মোড় থেকে মিছিল শুরু হয়ে কয়লা ঘাট কালী মন্দিরের সামনে যেয়ে সংক্ষিপ্ত পথসভার মধ্যে দিয়ে শেষ হয়। এসময় উপস্থি ছিলেন মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশিদ মিরাজ, মুর্শিদ কামাল, সে আক্কাস আলী, আব্দুল আজিজ সুমন, এইচ এম আসলাম, আমিন আহমেদ, মো: জাহিদ হোসেন, শহিদুল ইসলাম, মুজাহিদুল ইসলাম টনি, আব্দুল্লাহ আল মামুন, আহসান আল বাকের শোভন, ইবাদুল ইসলাম, সৈয়দ ইমরান, খান সাইফুল ইসলাম, সাজ্জাদ হোসেন জিতু, শাকিল আহমেদ, মোঃ ফারুক হোসেন, আবু সায়েম, সৈয়দ তানভীর, শাকিল আহমেদ মো: নোমান, সৈকত ইসলাম উজ্জল প্রমুখ।
অপরদিকে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে রবিবার (২৪ ডিসেম্বর) সারাদেশের ন্যায় খুলনাতে শান্তিপূর্ণ অবরোধ পালিত হয়েছে। অবরোধ সফলে নগরীতে বিক্ষোভ মিছিল করে খুলনা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এসএম শামীম কবির, পাইকগাছা উপজেলা বিএনপি’র সভাপতি ডাঃ আব্দুল মজিদ, রূপসা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্লা সাইফুর রহমান, কয়রা উপজেলা বিএনপি’র সদস্য সচিব নূরুল আমীন বাবুল, ডুমুরিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব সরদার আব্দুল মালেক, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এসএম মাসুম বিল্লাহ, খান ইসমাইল হোসেন, জাবেদ হোসেন মল্লিক, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আবুল হোসেন, আজাদ আমিন, মোঃ শরিফুল আলম, হাবিবুর রহমান বেলাল, বুলবুল আহমেদ, বাহাদুর মুন্সি, শফিকুল ইসলাম শফিক, রাসেল হোসাইন, নাজমুল হুদা, মোস্তাফিজুর রহমান রাজু, জাহাঙ্গীর আলম, মফিজুল ইসলাম, মশিউর রহমান শফিক, ডিএম আনিচুর রহমান, হেলাল উদ্দীন, ফিরোজ মাহমুদ, ইমরান খান, মিল্টন রায়, তানভীর আলম, জাফর হাসান, কাজী জাকারিয়া, ইস্রাইল বাবু, রাজ্জাক, কামরুজ্জামান টুটুল, রোকনুজ্জামান ও মনির লস্কার প্রমুখ।
গ্রেপ্তার ৫জন: রবিবার ১১টায় নগরীর ইকবাল নগর এলাকায় অবরোধ সমর্থনে মিছিলের প্রস্তুতিকালে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ভিপি চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সোনাডাঙ্গা থানা বিএনপি সদস্য সচিব সাজ্জাদ আহসান পরাগ, ২৬ নং ওয়ার্ড বিএনপির নেতা মো. মনিরুজ্জাম মনি, মো. হানিফ ও মো. ওমর ফারুখ খানকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের কথিত নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয় সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলার সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।