যশোরের অভয়নগর উপজেলায় জাতীয় মৎস সপ্তাহ ২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বেশি-বেশি মাছ চাষ করি,বেকারত্ব দূর করি” এই স্লোগানকে সামনে রেখে শনিবার ( ২৮ আগস্ট) দুপুরে অভয়নগর উপজেলা সভা কক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত ।
উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো. ফারুক হোসেন সাগর এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জনাব শাহ ফরিদ জাহাঙ্গীর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মল্লিক,অভয়নগর প্রেসক্লাবের সভাপতি চৈতন্য পাল।
উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক এস জেড মাসুদ তাজ দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, সাংবাদিক জাকির হোসেন ও রবিউল ইসলাম প্রমুখ।
উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো.ফারুক হোসেন সাগর জানান,অভয়নগর উপজেলায় মোট মাছের চাহিদা রয়েছে ৬০৭২ মে.টন তবে চাহিদার তুলনায় উৎপাদন প্রায় ৩.৮৯ গুণ মোট উৎপাদন ২৩৬৭৩ মে.টন যার আনুমানিক মূল্য ৫০০ কোটি টাকা। তিনি আরও জানান, এ উপজেলায় চিংড়ির উৎপাদন হয় ৪৩৪৫ মে.টন যার মধ্যে গলদা ৪২৮০ মে.টন ও বাগদা ৬৫ মে.টন। এছাড়া এ উপজেলায় মোট মৎস্যচাষী আছেন ১৫২৭৫ জন এবং নিবন্ধিত জেলে আছে ১৫৪৮ জন।
মৎস অধিদপ্তর সূত্রে জানা যায়, বর্তমানে দেশে চিংড়ি উৎপাদনে অভয়নগর ২য় বৃহত্তম উপজেলা ।এ উপজেলায় বর্তমানে পুকুর/ঘের রয়েছে ২৫৪৬৫ টি,বাওড় ২টি,বিল ৯টি,নদী ২টি,খাল ২৬টি, মৎস্য আড়ত ৩টি,হ্যাচারী ৫টি,নার্সারী ৬৪টি,খাদ্য বিক্রেতা ১০,এবং ২টি চিংড়ির ডিপো রয়েছে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,দৈনিক নওয়াপাড়া পত্রিকার নির্বাহী সম্পাদক মফিজুর রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের আইসিটি বিষয়ক সম্পাদক তারিম অ ইমন জসিম উদ্দিন বাচ্চু,ডি আর আনিচ, দৈনিক আজকের ইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক আশরাফুল আলম লিপু,আনিস শিকদার সহ নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
জাতীয় মৎস সপ্তাহ ২০২১ বাস্তবায়ন কমিটি উক্ত মতবিনিময় সভা বাস্তবায়ন করেন।