সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
অভাব অনটনকে দু’পায়ে মাড়িয়ে এগিয়ে চলেছে সাতক্ষীরার অনুর্ধ ১৪ দলের মেয়েরা | চ্যানেল খুলনা

অভাব অনটনকে দু’পায়ে মাড়িয়ে এগিয়ে চলেছে সাতক্ষীরার অনুর্ধ ১৪ দলের মেয়েরা

সাতক্ষীরা প্রতিনিধিঃ অভাব অনটনকে দু’পায়ে মাড়িয়ে এগিয়ে চলেছে সাতক্ষীরার অনুর্ধ ১৪ দলের মেয়েরা। ইতোমধ্যে কুষ্টিয়া জেলাকে ২/১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় তাদেরকে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রেসক্লাব সভাপতি জি,এম নূর ইসলাম। উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, সাপ্তাহিক মুক্ত ম্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য এম রফিক, এম ঈদুজ্জামান ইদ্রিস, অসীম বরণ চক্রবর্তী, শেখ আমিনুর রশিদ সুজন, খন্দকার আনিসুর রহমান, দৈনিক আজকের সাতক্ষীরার মাসুদুর জামান সুমন প্রমুখ।
অনুষ্ঠানে দলের প্রশিক্ষক খন্দকার আরিফ হাসান প্রিন্স কান্নাজড়িত কন্ঠে বলেন, সাতক্ষীরার মেয়েরা অনেক অভাব অনটনের মধ্য দিয়ে ফুটবল খেলায় অংশগ্রহণ করেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্বাবধানে অনুর্ধ ১৪ জাতীয় মহিলা চ্যাম্পীয়নশীপে ৬ দলের খেলায় অংশগ্রহণ করে। গত ৬ নভেম্বর শুক্রবার কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কুষ্টিয়া জেলা দলকে ২/১ গোলে হারিয়ে সাতক্ষীরা জেলা দল চ্যাম্পীয়ন হয়। তিনি বলেন, খুব শীঘ্রই ৮টি দলে গ্রুপ লীগ পর্যায়ে রাজধানী ঢাকায় মেয়েদের ফুটবল খেলায় সাতক্ষীরার মেয়েরা অংশগ্রহণ করবে।
প্রশিক্ষক প্রিন্স আরো বলেন, সাতক্ষীরার মেয়ে ফুটবলাররা খুবই অসহায় পরিবার থেকে এসেছে। তাদের কেডস্, ট্রাউজার, বুট, টি-সার্ট, ট্রাকসেটসহ খেলার বিভিন্ন সামগ্রীর অভাব রয়েছে। শীতের কোনো ভালো পোষাক নেই তাদের। এবিষয়ে তিনি সহৃদয় ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
সাতক্ষীরার অনুর্ধ ১৪ দলের মেয়েরা সরকারি বে-সরকারি সহায়তা পেলে তারা আরো সাফল্য অর্জনে সক্ষম হবে উল্লেখ করে তিনি বলেন, সাতক্ষীরার সাবিনা খাতুন এখন জাতীয় ফুটবল সিনিয়র দলের অধিনায়ক। এছাড়া, জাতীয় দলে আরো খেলছে সাতক্ষীরার মাসুরা, রাজিয়া, আফঈদা খন্দকার প্রিন্স ও মিস রুপা। এসমস্ত খেলোয়াড়রা সাতক্ষীরাসহ দেশের সুনাম অর্জনে ভুমিকা রেখে চলেছে।
প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে অনুর্ধ ১৪ দলের অধিনায়ক নাসরিন সুলতানা, মুন্নি খাতুন, তানিশা, ষষ্ঠী, অন্তিকা হালদার, রোজিনা, জবা, রোজা, সুমাইয়া, প্রাপ্তি, রাজিয়া আক্তার, প্রতিমা, তিন্নি, সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক, সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী, শেখ আব্দুল কাদের, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদুর রহমান শাহিন, সদস্য আতিকুর রহমান ছট্টু, কাজী আক্তার হোসেন, ইকবাল কবীর খান বাপ্পী প্রমূখ।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় স্বচ্ছ প্রক্রিয়ায় গ্রাম পুলিশ নিয়োগ সম্পন্ন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল!

তালায় পুষ্টি সচেতনতা ও শিখণ ক্যাম্পেইন এ দিনব্যাপী কর্মসূচী পালিত

সাতক্ষীরায় দুইশ কোটি টাকার টেন্ডার তছরুপ, নথি গায়েবের অভিযোগ

তালায় যৌথ উদ্দ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

তৃণমুলকে সংগঠিত করে সাতক্ষীরাকে বিএনপির ঘাটিতে পরিণত করতে চাই: হাবিব

তালায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক ও গাঁজা উদ্ধার!

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।