সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
অশ্লীলতার প্রতিবাদ করায় শিক্ষককে পিটিয়ে জখম : শিক্ষার্থীদের মানববন্ধন | চ্যানেল খুলনা

অশ্লীলতার প্রতিবাদ করায় শিক্ষককে পিটিয়ে জখম : শিক্ষার্থীদের মানববন্ধন

খুলনায় প্রেমিকযুগলকে প্রকাশ্য দিবালোকে অশ্লীলতার প্রতিবাদ করার কারণে সরকারি বিএল কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ আলীকে (৪০) পিটিয়ে জখম করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে দৌলতপুরে মানবন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা দ্রুত সন্ত্রাসীদের সনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন।

অপরদিকে সরকারী ব্রজলাল কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আলী’র উপর হামলার প্রতিবাদে নগরীর দৌলতপুরে বুধবার (১০ ফেব্রুয়ারী) দুপুর সোয়া ২ টায় খুলনা-যশোর মহাসড়কে সরকারি ব্রজলাল কলেজ শিক্ষক পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামানের সভাপতিত্বে ও অধ্যাপক শংকর কুমার মল্লিকের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তৃতা করেন, খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর টি এম জাকির হোসেন, সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক, অধ্যাপক খান আহমেদুল কবির, সরকারি বিএল কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক, প্রফেসর ড. খন্দকার হামিদুল ইসলাম ও বিএল কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফারুখে আজম আব্দুস সালাম। বক্তৃরা বলেন, শিক্ষকরা জাতির বিবেক। তাদের উপর হামলা কোন অবস্থাতেই মেনে নেওয়া হবে না। শিক্ষকের অপমান জাতির অপমান। প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারী জানানো হয় যে, ২৪ ঘন্টার মধ্যে এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা না হলে শিক্ষক পরিষদ আরো বড় কর্মসূচি গ্রহন করবে। এর আগে সকাল ১১ টার সময় দৌলতপুর শহীদ মিনারের সামনে সরকারি ব্রজলাল কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত থেকে বক্তিৃতা করেন, বিএল কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিব মোড়ল, সাঃ সম্পাদক নিশাত ফেরদৌস অনি, ছাত্র নেতা সাইফুল ইসলাম মানিক, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম মানিক, রিপন মোড়ল, রেজওয়ান মোড়ল, বাতেন সিকদার ,সুমন, ছাত্রদলের কলেজ সভাপতি রিয়াজ শাহেদ, সাংগঠনিক সম্পাদক খালিদ শোভন, সহ-সাংগঠনিক সম্পাঃ ইয়াসিন গাজী সহ কলেজের সাধারন ছাত্র-ছাত্রী বৃন্দ। উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারী বিকালে বিএল কলেজ সংলঘেœ প্রেমিকযুগলকে প্রকাশ্য দিবালোকে অশ্লীলতার প্রতিবাদ করার কারণে সরকারি সরকারী ব্রজলাল কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আলীকে পিটিয়ে জখম করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বিকালে নগরীর দৌলতপুর বিএল কলেজ রোডস্থ সোনালী ব্যাংকের সামনে। আহত কলেজ শিক্ষক মোহাম্মদ আলী নগরীর দৌলতপুরের পাবলা মোল্লার মোড়ের মো. মতিয়ার রহমান মুন্সীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে সরকারি বিএল কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ আলী প্রতিদিনের মতো কলেজের কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। বিএল কলেজ রোডের সোনালী ব্যাংকের সামনে পৌঁছালে তিনি দেখতে পান এক প্রেমিক যুগল বসে অশ্লীল কার্যকলাপ করছে। এ সময় তিনি তাদের সেখান থেকে চলে যেতে বললে প্রেমিক ক্ষিপ্ত হয়ে মোবাইল ফোনে অজ্ঞাত ৪-৫জন যুবককে ডেকে নিয়ে আসে। মুহূর্তের মধ্যে তারা শিক্ষক মোহাম্মদ আলীকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও পাথর দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তার মাথায় গুরুতর জখম হয়। খবর পেয়ে মোহাম্মদ আলীর আত্মীয়স্বজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি-১ বিভাগে ভর্তি করেন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন বলেন, শিক্ষকের ওপর হামলার খবর পেয়ে পুলিশের একাধিক টিম অপরাধীদের সনাক্তসহ তাদের গ্রেফতারের চেষ্টা করছে। খুব দ্রুত অপরাধীদের গ্রেফতার করা সম্ভব হবে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

নগর স্বেচ্ছাসেবক লীগের যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালন

শেখ সুজনের মায়ের সুস্থতা কামনায় শেখ রাসেল পরিষদের দোয়া মাহফিল

খুলনায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসে স্টেকহোল্ডারদের সমন্বয়ে অবহিতকরন সভা অনুষ্ঠিত

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী

ডামি নির্বাচন প্রত্যাখ্যান করে জনগণ অবৈধ সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে : খুলনা বিএনপি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।