মানুষ মানুষের জন্য এই প্রতিপাদ্যকে ধারন করে অসহায়, গরীব মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। খুলনা জেলা রূপসা থানা ২ নং শ্রী ফলতলা ইউনিয়নের নন্দনপুর গ্রামের কৃতি সন্তান প্রবাসী মাহফুজ খন্দকার।
তিনি সুদূর প্রবাস থেকে নিজস্ব লোকজনের মাধ্যমে তার সাধ্যমত খুলনাসহ বিভিন্ন জেলা এর অন্তর্গত থানা, ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। তিনি শীতার্তদের মাঝে প্রবাস থেকে শীতের কম্বল বিতরণই করাচ্ছেন না। তার পাশাপাশি অসহায় মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখছেন।
এ বিষয়ে মাহফুজ খন্দকার বলেন, অসহায় মানুষদের পাশে আছি,থাকবো সারা জীবন যতদিন বেঁচে আছি মানুষকে সেবা করবো। একদিন আপনাদের সামনে আসব দেখা হবে সাক্ষাতে কথা হবে বাংলাদেশে আসবো খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন। তিনি আরো বলেন, বাংলাদেশে অর্থাৎ আমার খুলনা জেলাসহ দেশের বিভিন্ন স্থানে আমার পক্ষ থেকে আমার এই মানবিক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো।
উল্লেখ্য, মাহফুজ খন্দকার দীর্ঘদিন যাবত সিঙ্গাপুরে প্রবাস জীবন যাপন করছেন এবং তিনি সেখানকার নাগরিক।