সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
অসহায়দের মাঝে খাদ্য বিতরণ ও উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রেখেছেন সালাম মূর্শেদী এমপি | চ্যানেল খুলনা

অসহায়দের মাঝে খাদ্য বিতরণ ও উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রেখেছেন সালাম মূর্শেদী এমপি

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সারাদেশ ব্যাপি চলছে লকডাউন। এমন পরিস্থিতিতে ঘরবন্দী অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ এবং রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রেখেছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
সরকার ঘোষিত কঠোর লকডাউনে খুলনার রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার শ্রীফলতলা ইউনিয়নে গরিব-অসহায় ও নি¤œ আয়ের শ্রমজীবী মানুষ বিপাকে পড়েছেন। অসহায়দের খাদ্য বিতরণের অংশ হিসেবে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী তাদের কথা চিন্তা করে পুরো লকডাউন জুড়ে তার নির্বাচনী এলাকা রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলায় ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র মাধ্যমে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন।
শনিবার বিকালে ‘সালাম মূর্শেদী সেবা সংঘ’ আয়োজিত শ্রীফলতলা ইউনিয়নের ৩’শ গরিব-অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন আব্দুস সালাম মূর্শেদী এমপি।
এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি বলেন, অতিসত্তর বাংলাদেশের সকল মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। শেখ হাসিনা সরকার এদেশের মানুষের কথা চিন্তা করে বিদেশ থেকে লক্ষ লক্ষ ভ্যাকসিন আমদানি করছেন। এদেশের আপামর জনসাধারণ সরকারকে সহযোগিতা করার স্বার্থে সময়মত রেজিষ্ট্রেশন পূর্বক ভ্যাকসিন গ্রহন করতে হবে।
খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য ফ. ম. আঃ সালামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আয়ূব মল্লিক বাবু, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোতালেব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রবিউল ইসলাম বিশ্বাস, জেলা যুবলীগের সহ-সভাপতি আজিজুল হক কাজল, সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার মিজানুর রহমান, এমপির প্রধান সমন্বয়ক ও যুবলীগ নেতা নোমান ওসমান রিচি, আওয়ামী লীগ নেতা শ,ম জাহাঙ্গীর, এমপি প্রতিনিধি আজমল ফকির, আঃ জব্বার শেখ, মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিন, যুবলীগ নেতা হিরন আহমেদ হিরু, আঃ মজিদ শেখ, শাহনেওয়াজ কবীর টিংকু, ছাত্রনেতা নাজিম মোড়ল, জাফর সরদার, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার শামসুল আলম বাবু, এসএম রিয়াজ, শিমূল হোসেন, শাহরিয়ার ইমন, সাব্বির শেখ, রাসেল শেখ প্রমূখ।
এদিকে সকালে এলাকার উন্নয়ন কর্মকান্ডের অংশ হিসেবে তেরখাদা উপজেলার ‘ধানখালি-গাংনী ব্রিজে’র সংযোগস্থল সড়কের কাজের উদ্বোধন করলেন সালাম মূর্শেদী এমপি।
গোপালগঞ্জ মোল্লারহাট ও তেরখাদাবাসীর হাজার হাজার জনগণের অনেক দিনের দাবি ছিলো ছাগলাদাহ ইউনিয়নে ‘ধানখালি-গাংনী ব্রিজে’র সংযোগস্থল সড়কটি সংস্কার করার জন্য। এই রাস্তাটির বেহাল দশার কারণে হাজার হাজার মানুষের চলাফেরায় দুর্ভোগের শেষ ছিলো না। তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের চেয়ারম্যান এস এম দীন ইসলাম খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর কাছে জনগণের এই দুর্ভোগের কথা উল্লেখ করেন। পরে সাংসদ ওই রাস্তাটি দ্রুত সংস্কার করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।
শনিবার সকাল ১১টায় ছাগলাদাহ ইউনিয়নে ধানখালি-গাংনী ব্রিজের সংযোগ স্থলের ব্যস্ততম সেই সড়কের কাজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
এ সময় উপস্থিত ছিলেন ছাগলাদাহ ইউনিয়নের চেয়ারম্যান এস এম দীন ইসলাম, ছাগলাদাহ ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান খান সেলিম, ইউপি সদস্য লিয়াকত আলী, ইউপি সদস্য আশরাফ শেখ, এমপির প্রতিনিধি বাদশা মীর, ১নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক সমীর ঢালী সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ও এলাকাবাসী।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হওয়ায় : দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের উদ্বেগ ও শোক প্রকাশ

খুবিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

দুর্বৃত্তদের হামলায় আহত আ’লীগের নির্বাচনি ক্যাম্পের পাহারাদার পেলে প্রধানমন্ত্রীর চেক

খুবির সমাজবিজ্ঞানের প্রফেসরের পিতার ইন্তেকালে উপাচার্যের গভীর শোক

দৈনিক খুলনাঞ্চল সম্পাদকের মেঝচাচার ইন্তেকাল

খুবির প্রিন্টমেকিং ডিসিপ্লিনের অ্যালামনাইদের অংশগ্রহণে তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনী উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।