রবিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার উদ্যোগে অসহায় ছিন্নমূল ও হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহযোগী সংগঠন সমূহের যৌথ মতবিনিময় সভা সদর, সোনাডাঙ্গা, খালিশপুর, খানজাহান আলী, লবনচরা থানায় অনুষ্ঠিত হয়।
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন সাধারণ অসহায় ছিন্নমূল মানুষের খাবারের কথা চিন্তা না করে সরকার লাগাতার লকডাউন দিয়ে চলেছে, যা অভাবী মানুষের ধৈর্যের বাইরে চলেগেছে, খুদার তাড়নায় মানুষ রাস্তায় নেমে এসেছে, এহেন পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাধারণ মানুষের ব্যাথায় চরম ভাবে ব্যতিথ, ইসলামী আন্দোলন খুলনা মহানগর একহাজার পরিবারের মাঝে চাউল, ডাউল, আলু সহ খাদ্য সামগ্রী বিতরণ করবে।
খালিশপুর ও খানজাহান আলী থানায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, সদর সোনাডাঙ্গা লবনচরা থানায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি মুফতী মাহবুবুর রহমান।
উপস্থিত ছিলেন মুফতী ইমরান হুসাইন, মাওলানা দ্বীন ইসলাম, ফেরদাউস গাজী সুমন, মাওলানা আব্বাস আমীন, মঈনউদ্দীন ভূইয়া, মোল্লা রবিউল ইসলাম তুষার, মুফতী শেখ আমীরুল ইসলাম, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, হাফেজ আব্দুল লতিফ, আলহাজ্ব আবু তাহের, আলহাজ্ব সরোয়ার বন্দ, শেখ হাসান ওবায়দুল করীম, মাওলানা হাফিজুর রহমান, মঈনুল ইসলাম, ইব্রাহিম ইসলাম আবীর, মাওলানা আব্দুল্লাহ আল মাসুম, আলহাজ্ব শফিউল ইসলাম সহ থানা ও সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ।