মহানগরীর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আব্দুল হালিম মারাত্মক অসুস্থ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় তাকে দেখতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যান খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। এসময় তিনি অসুস্থ বিএনপি নেতার শয্যাপাশে কিছু সময় থাকেন এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। এদিকে বিএনপি নেতার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির পক্ষে আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন। বিবৃতিদাতারা অপর এক বিবৃতিতে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম জিয়ার মাতা জহুরা বেগম (৮৫) এর আশু রোগমুক্তি কামনা করেছেন।