২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলা অবস্থায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসীরা প্রবেশ করে ভাংচুর গাড়ি পোড়ানো ও বঙ্গবন্ধুর মুরাল ক্ষতিসাধন করার প্রতিবাদে মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা ১১ টায় খুলনা প্রেসক্লাবের সামনে আইডিইবি খুলনা শাখা এবং বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদ খুলনা শাখার যৌথ উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আইডিইবি খুলনা জেলা শাখার সভাপতি শেখ রফিকুল ইসলাম তাপসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শামীমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদ খুলনা জেলার সভাপতি গৌতম মজুমদার, সাধারণ সম্পাদক নাজমুল হুদা, বেনজির আহমেদ, মিজানুর রহমান পাটোয়ারী, আল মামুন চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন, আইডিইবি খুলনা জেলা শাখার কাউন্সিলর রুহুল আমিন হাওলাদার, মোঃ লুৎফর রহমান, মোঃ শহিদুল ইসলাম, সফিউল কাদের,মোঃ কামাল হোসেন, তন্ময় বসু, মোস্তাফিজুর রহমান, মোঃ শামসুল আরেফিন রনি, মাহাবুবুর রহমান, হাসানুর রহমান তানজির, মোঃ রফিকুল আলম সরদার, মোঃ কামরুল ইসলাম, জামিল হায়দার, মোঃ জুলফিকার হোসেন, আবু নাঈম,নুর মোহাম্মদ, আশা, মোঃ বরকত হোসেন, বিপ্লব ও সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ।