আইডিইবি খুলনা জেলা শাখার এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা ও ইফতার মাহফিল শুক্রবার বিকাল ৪টায় নগরীর খালিশপুর কদমতলাস্থ আইডিইবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
খুলনা জেলার সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইডিইবির কেন্দ্রিয় সাধারণ সম্পাদক আলহাজ্ব ইঞ্জিঃ মোঃ শামসুর রহমান, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের কেন্দ্রিয় ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার শেখ রফিকুল ইসলাম তাপস, আইডিইবির কেন্দ্রিয় নেতা ইঞ্জিঃ মোবারক হোসেন, সড়ক ও জনপথ ডিপ্রকৌসের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মোঃ মনিরুল আলম, প্রাইভেট সেক্টরের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মোঃ নাজিমুদ্দিন পাটোয়ারী। কেন্দ্রিয় নেতা আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিঃ রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইডিইবির কেন্দ্রিয় নেতা ও খুলনা জেলার সেক্রেটারি রোটারিয়ান প্রকৌঃ মাহাবুবুর রহমান শামীম।
পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি সততা ও নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালনের জন্য প্রকৌশলীদের প্রতি আহবান জানান। সাংগঠনিক অধিবেশনে আইডিইবির বর্তমান কর্মকা-, চার দফা দাবিতে চলমান আন্দোলন এবং আইডিইবির বিরুদ্ধে স্বার্থান্বেষী কারিগরি আমলাচক্রের অব্যাহত ষড়যন্ত্রকে প্রতিহত করার বিষয়ে সদস্যদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন কেন্দ্রিয় সাধারণ সম্পাদক। ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র প্যানেল মেয়র-১ মোঃ আমিনুল ইসলাম মুন্না, খুলনা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব রোটারিয়ান এস এম নজরুল ইসলাম, সাবেক সভাপতি মল্লিক সুধাংশু, সদ্য অতীত সেক্রেটারি হাসান আহমেদ মোল্লা, রোটারি লিডার আলহাজ্ব আলতাফ হোসেন, সমাজ সেবক শেখ আসলাম আলী, হুমায়ুন কবীর বালি, লুবনা শারমিন আন্না, চম্পা জয় প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইডিইবি নেতা ইঞ্জিনিয়ার লুৎফর রহমান, ইঞ্জিঃ শহিদুল ইসলাম, ইঞ্জিঃ মিজানুর রহমান পাটোয়ারী, ইঞ্জিঃ নাজমুল হুদা, ইঞ্জিঃ মোস্তাফিজুর রহমান, ইঞ্জিঃ বাদশা মোঃ হারুন, ইঞ্জিঃ মো: বাবুল, ইঞ্জিঃ গৌতম মজুমদার, ইঞ্জিঃ নাজমুল কবির, ইঞ্জিঃ হুমায়ুন কবীর, ইঞ্জিঃ মাসুদ ডাকুয়া, ইঞ্জিঃ আল মামুন চৌধুরী, ইঞ্জিঃ সামসুল আরেফিন রনি, ইঞ্জিঃ ওমর ফারুক, ইঞ্জিঃ সীমালতা সরকারসহ বিভিন্ন পলিটেকনিক ও টিটিসির প্রধানগণ, বিআইপিএসডিআই-এর শিক্ষকবৃন্দ, আইডিইবি ও বিভিন্ন সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ ও এডেব-এর নেতৃবৃন্দ, বাকাছাপ-এর নেতৃবৃন্দ, এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সদস্য প্রকৌশলীগণ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন প্রবীণ সদস্য প্রকৌশলী আলহাজ্ব গাজী হাবিবুর রহমান।