যশোর প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমিত সন্দেহে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রাখা দুই নারীকে ছাড়পত্র দেয়া হয়েছে । হোম কোয়ারেন্টাইনে থাকার শর্তে প্রয়োজনীয় চিকিৎসাপত্র দিয়ে গতকাল তাদের হাসপাতালে আইসোলেশন কেবিন থেকে তাদের ছেড়ে দিয়েছেন বিশেষজ্ঞ ডাক্তাররা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলীপ কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ২৩ মার্চ রাতে ঐ দুই নারীকে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।
যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহিন জানিয়েছেন, যশোরে কোন ভাইরাস সংক্রমিত হয়েছে এমন কেউ শনাক্ত হয়নি । দুজন নারীকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন রাখা হয়েছিল । তারা সাধারণ সর্দি জ্বরে আক্রান্ত ছিল তারপরও সর্তকতা ও জনমনে আতঙ্ক দূর করতে তাদের বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হয়েছে সুস্থ হয়ে ওঠায় তাদের বাড়ি পাঠানো হয়েছে তবে তারা হোম করা এনে থাকবেন