খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী একদিনের সফরে তার নির্বাচনী এলাকায় (রূপসা, তেরখাদা, দিঘলিয়া) আসছেন আগামীকাল রোববার।
সফরসূচি অনুযায়ি ওইদিন তিনি রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ১০ অক্টোবর রোববার সকাল ১০টায় হেলিকপ্টার যোগে তেরখাদা উপজেলা সদরের ইখড়ি কাটেংগা ফজলুল হক সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। সকাল ১০টা ১০ মিনিটে তেরখাদা উপজেলা সদরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। সকাল সাড়ে ১০টায় তেরখাদা উপজেলা অডিটোরিয়ামে, দুপুর সাড়ে ১২টায় দিঘলিয়া উপজেলা অডিটোরিয়ামে ও বিকেল সাড়ে ৩টায় রূপসা উপজেলা অডিটোরিয়ামে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলার মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাংসদের নিজস্ব তহবিল হতে অনুদান প্রদান করবেন।
বিকেল সাড়ে ৪টায় রূপসা উপজেলার কাজদিয়া ফুটবল মাঠ থেকে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।