সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আগামীর বাংলাদেশে কেউ রাজনীতি করতে চাইলে জুলাই অভ্যূত্থানকে ধারণ করে করতে হবে করতে হবে | চ্যানেল খুলনা

খুলনায় নাগরিক কমিটির মতবিনিময়

আগামীর বাংলাদেশে কেউ রাজনীতি করতে চাইলে জুলাই অভ্যূত্থানকে ধারণ করে করতে হবে করতে হবে

জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য, আহত ও বিভিন্ন পেশার নাগরিকদের নিয়ে খুলনা ‘জাতীয় নাগরিক কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময়ের শুরুতে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন মহানগরীর  নেতৃবৃন্দ।  বিকেল ৩টায় খুলনা মহানগরীর  সাতরাস্তা বিএমএ মিলনায়তনে  এই মতবিনিময় সভায়  অতিথির বক্তব্য রাখেন, খুবির প্রফেসর সামিউল হক, নর্দার্ন ইউনিভার্সিটির লেকচারার ইকবাল হোসেন, নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম।
জুলাই অভ্যুথ্থানের স্প্রিট নিয়ে বক্তব্য দেন, তরুন আইনজীবী মানজুর আল মতিন পীতম, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য  তানজিল মাহমুদ,  মেসবাহ কামাল মুন্না, অলিক মৃধা।
এ ছাড়াও বক্তব্য রাখেন, শহিদ পরিবারের সদস্য, আহত,  বিভাগের  বিভিন্ন জেলার সংগঠক, আইনজীবী, ডাক্তার, শিক্ষক, আন্দোলনকারী, শ্রমিকসহ অন্যান্যরা। এসময়ে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্খা মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের। রাষ্ট্রের সকল নাগরিকের সমান মর্যাদা নিশ্চিত করতে হবে। জুলাই হত্যাকান্ডের সাথে জড়িত খুনিদের বিচারের আওতায় আনতে হবে। দুই হাজারের অধিক শহিদের আত্মত্যাগ বৃথা যেতে দিব না।
যারা আহত কিংবা  শহিদ হয়েছে, তারা এদেশের শাসক হতে চায়নি; তারা দেশের মানুষ খাদ্যের অধিকার চেয়েছে, শিক্ষার অধিকার চেয়েছে, কথা বলার ও বেঁচে থাকার অধিকার চেয়েছে। আগামীর বাংলাদেশে কেউ রাজনীতি করতে চাইলে জুলাই অভ্যূত্থান এর শহিদদের আকাংঙ্খাকে ধারণ করে রাজনীতি করতে হবে।
এসময় বক্তারা জুলাই স্প্রিটকে ধারণ ও আগামির বৈষম্যবিরোধী নতুন বাংলাদেশ গড়তে সবাইকে নাগরিক কমিটিতে যোগদানের আহবান জানান।
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয়  সদস্য তানজিল মাহমুদ বলেন, সারা দেশে যেসব ছাত্র ভাইরা জীবন দিয়েছেন, তারা এমনি এমনি জীবন দেননি। তারা নতুন বাংলাদেশ চেয়ে জীবন দিয়েছেন।  অন্তর্বর্তী সরকার  শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন করছে, আমাদের দায়িত্ব তাদেরকে সহযোগীতা করা। এছাড়া যারা খুন করেছে, খুনের হুকুম দিয়েছে, অস্ত্র উঁচিয়ে ধরেছে, তাদের প্রত্যেককে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। কোনভাবেই যেন ফ্যাসীবাদ মাথাচাড়া না দিতে পারে সেজন্য আমাদের সচেতন থাকতে হবে।
কেন্দ্রীয় সদস্য মেসবাহ কামাল মুন্না বলেন, ‘যারা আহত কিংবা শহীদ হয়েছেন, তারা এদেশের শাসক হতে চায়নি; তারা দেশের মানুষ খাদ্যের অধিকার চেয়েছে, শিক্ষার অধিকার চেয়েছে, কথা বলার ও বেঁচে থাকার অধিকার চেয়েছে। আগামীর বাংলাদেশে কেউ রাজনীতি করতে চাইলে জুলাই অভ্যূত্থান এর শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাজনীতি করতে হবে।
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয়  সদস্য অলিক মৃধা বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার এখনও বিলোপ হয়নি। ফ্যাসিবাদ একটি সরকার নয়। এটি একটা ব্যবস্থা, যা বিভিন্ন আইন, প্রতিষ্ঠান, সাংস্কৃতিক-সামাজিক-অর্থনৈতিক চর্চার মাধ্যমে টিকে থাকে। আমরা সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাই। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত তৈরিতে কাজ করবে নাগরিক কমিটি। মতবিনিময় সভা সঞ্চালনা করেন আহম্মদ হামীম রাহাত।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

এমইউজে খুলনার সাধারণ সভা শনিবার, নির্বাচন ২২ ডিসেম্বর

কুয়েট অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

কুয়েটে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা উন্মোচন ও সেমিনার

খুবিতে চলমান টার্ম ফাইনাল পরীক্ষার হল পরিদর্শন করলেন উপাচার্য

খুবিতে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনে মহান বিজয় দিবস বর্ণাঢ্য র‌্যালী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।