চ্যানেল খুলনা ডেস্কঃনাগরিকত্ব সংশোধনী আইন পাস করার কারণে এমনিতেই বেকায়দায় আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরমধ্যে তার ওপর হামলা হতে পারে বলে জানিয়েছে কয়েকটি গোয়েন্দা সংস্থা। খবর ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’।
আগামী রবিবার (২২ ডিসেম্বর) নয়াদিল্লির রামলীলা ময়দানে ক্ষমতাসীন বিজেপির সমাবেশে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোয়েন্দাদের আশঙ্কা, সেখানেই তার ওপর হামলা চালানোর ছক কষছে সন্ত্রাসীরা।
এ বিষয়ে শুক্রবার (২০ ডিসেম্বর) ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ (জেইএম) ও লস্কর-ই-তৈয়বার (এলইটি) নেতাদের মধ্যে আদান-প্রদান হওয়া চিঠিতে নরেন্দ্র মোদীসহ ভারতের শীর্ষ কর্মকর্তাদের ওপর হামলা চালানোর কথা বলা হয়েছে।
এমনকি নরেন্দ্র মোদীর ওপর হামলা চালানোর জন্য জেইএম জঙ্গিরা ইতোমধ্যে ভারতে পৌঁছেছে বলেও জানিয়েছেন গোয়েন্দারা।
অবশ্য এ ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে এখন পর্যন্ত কিছুই বলা হয়নি। এমনকি রবিবারের সমাবেশে মোদী উপস্থিত থাকবেন কি না, সে বিষয়েও কিছুই জানায়নি তার কার্যালয়।