নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষা সংকোচন বন্ধ, ইসলাম, দেশ ও মানবতাবিরোধী মদের বিধিমালা বাতিল, বন্ধকৃত মিল কল-কারখানা চালু, স্বাধীনতার মূল লক্ষ্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামী হুকুমত কায়েমের লক্ষ্যে আগামী ২১ মে খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার(১৯ মে) সন্ধ্যা ৭ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার এক যৌথসভা পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল ।
সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল্লাহ, জেলা সভাপতি মাওলানা অধ্যাপক আব্দুল্লাহ ইমরান, শেখ হাসান ওবায়দুল করিম, মুফতি ইমরান হোসাইন, মোঃ সাইফুল ইসলাম, গাজী ফেরদৌস সুমন, মুফতি আমিরুল ইসলাম, এইচ এম খালিদ সাইফুল্লাহ, মোল্লা রবিউল ইসলাম, আমজাদ হোসেন, মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, মোঃ জাহিদুল ইসলাম, আলহাজ্ব আবুল কাশেম, মোহাম্মদ ইমরান হোসেন মিয়া, মোহাম্মদ আরিফুল ইসলাম, মোমিনুল ইসলাম নাসিব, মোঃ রায়হান আহমেদ, হাবিবুল্লাহ মেসবাহ, হাফেজ উসামা আবরার, মোঃ জুবায়ের হোসেন প্রমূখ নেতৃবৃন্দ।
সভায় আগামী ২১ মে শনিবার বেলা ২ টায় খুলনা বিভাগীয় সমাবেশ সফলের জন্য খুলনাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।