সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আচার্যের জীবন ও কর্মের শিক্ষা নিয়ে আমাদেরকে সুন্দর ও মানবিক সমাজ গঠন করতে হবে | চ্যানেল খুলনা

আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৫৮তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা

আচার্যের জীবন ও কর্মের শিক্ষা নিয়ে আমাদেরকে সুন্দর ও মানবিক সমাজ গঠন করতে হবে

অনলাইন ডেস্কঃআচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৫৮তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেন, আচার্যের জীবন ও কর্মের মধ্যে থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে সুন্দর ও মানবিক সমাজ গঠনে এগিয়ে যেতে হবে। তিনি তাঁর গোটা জীবনটা লেখাপড়া, গবেষণার মধ্যে কাটিয়েছেন, রসায়ন শাস্ত্রে মৌলিক অবদান রেখেছেন; পাশাপাশি অসংখ্য গবেষক তৈরি করেছেন। নিজের অর্থে ও বন্ধুদের উদ্বুদ্ধ করে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, মানুষকে ব্যবসায় উদ্বুদ্ধ করার জন্যে ব্যবসায়ী প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন; দুর্গত মানুষদের সহায়তা করার জন্যে ত্রাণ বিতরণ, ম্যালেরিয়া থেকে বাঁচতে নিজে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেছেন; ক্ষুদ্র সঞ্চয় নিয়ে সমবায় সমিতি ও সমবায় ব্যাঙ্ক প্রতিষ্ঠার মাধ্যমে পুঁজি গঠনের পথ দেখিয়েছেন। মানবিক এই আদর্শ মানুষটিকে তাঁর সকল উপার্জন শিক্ষা বিস্তারে ব্যয় করেছেন।
গতকাল শুক্রবার সকালে খুলনা গুণীজন স্মৃতি পরিষদ ও আর্চায্য প্রফুল্ল চন্দ্র ফার্মাসিউটিক্যালস লিমিটেডের যৌথ উদ্যোগে বিএমএ মিলনায়তনে পি সি রায়ের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে প্রথমে শ্রদ্ধা জানানো হয়। পরে জন্মবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা বিএমএ’র সভাপতি ডাঃ বাহারুল আলমের সভাপতিত্বে গুণীজন স্মৃতি পরিষদের সমন্বয়কারী সাংবাদিক মহেন্দ্রনাথ সেন পরিচালনায় আলোচনা অনুষ্ঠিত সভায় আলোচনা করেন শিক্ষাবিদ প্রফেসর সুশান্ত কুমার সরকার, বিএমএর সাবেক সাধারণ সম্পাদক ডাঃ আনোয়ারুল আজাদ, দৈনিক কালের কন্ঠের ব্যুারো প্রধান গৌরাঙ্গ নন্দী ও নারী নেত্রী এড. শামীমা সুলতানা শিলু, কৃষিবিদ পঙ্কজ কান্তি পাল, এড. জাহাঙ্গীর আলম সিদ্দিকিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, প্রখ্যাত বাঙালি রসায়নবিদ বিজ্ঞানী আর্চায্য প্রফুল্ল চন্দ্র রায়ের যথাযথ মূল্যায়ন আমরা করতে পারিনি। তার আবিষ্কার, গবেষণা ও বিভিন্ন কর্ম এবং তার জীবনী নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তার পৈতৃক ভিটা দখলমুক্ত করে একটি গবেষনাগার ও পযর্টন কেন্দ্র গড়ে তোলার দাবি জানানো হয়।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

নতুন নিয়ম, সর্বোচ্চ তিনবার দেওয়া যাবে বিসিএস পরীক্ষা

কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

দুর্গা প্রতিমা ভাঙচুর, কলেজ ছাত্রলীগ সভাপতির ভাই গ্রেফতার

পার্বত্য চট্টগ্রামে উত্তেজনাকর পরিস্থিতির বর্ণনা দিল আইএসপিআর

পাইকগাছায় বাঁধ ভেঙে প্লাবিত ১৩ গ্রাম

সারাদেশে বন্যায় ৪ জনের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।