খুলনা জেলা ক্রীড়া সংস্থার তৃতীয় বিভাগের ক্রিকেট দল আছিয়া মেমোরিয়াল ক্রীড়া চক্রের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাঁটা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রূপসায় সুন্দরবন সি ফুড ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় আছিয়া মেমোরিয়াল ক্রীড়া চক্রের সহ সভাপতি ফয়সাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজুমল হোসেন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে কেক কাঁটেন কাজী ফুড ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর রিজিওনাল সেলস ম্যানেজার খুলনা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী সি ফুড ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর সিনিয়ার এরিয়া ম্যানেজার রকিবুল কবির, সংগঠনের সভাপতি মুসফিকুর রহমান, সহ সভাপতি ফয়সাল হোসেন চৌধুরী, মঞ্জুর শাহিন রুবেল, জুনায়েদ আহসান, সন্ত্র, বনি, মিরাজ, প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হোসেন চৌধুরী।