যশোর প্রতিনিধি : আজ বুধবার থেকে যশোরে মাঠে নামছে সেনাবাহিনী বাজার মনিটরিং, হোম কোয়ারেন্টাইন ও জনসমাগম রোধে প্রশাসনকে সহযোগিতা করবেন তারা । সেনাবাহিনী মাঠে নামার ফলে অতি মুনাফা খোরদের খবর আছে এমনটাই মনে করছেন সাধারণ মানুষ । যারা এতদিন হোম কোয়ারেন্টাইন মানতে গরিমসি করছিল তারাও লাগাম টানতে বাধ্য হবে। একইসাথে বাইরে অহেতুক জনসমাগম কমবে বলে মনে করছেন অনেকেই । করোনাভাইরাস যাতে সারাদেশে ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য উদ্যোগ নিয়েছে সরকার । তারই অংশ হিসেবে যশোরে প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন । মঙ্গলবার সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জেলা প্রশাসনের সাথে মতবিনিময় করেছেন তারা জেলা প্রশাসনের কাছ থেকে নিজেদের কর্মকাণ্ড সম্পর্কে ধারণা নিয়েছেন । সে অনুযায়ী আজ বুধবার থেকে কার্যক্রম শুরু করবেন সেনা সদস্যরা ।
জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ জানান, সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তথ্য বুঝিয়ে দেয়া হয়েছে, তারা মূলত বাজার মনিটরিং নিশ্চিত ও জনসমাগম রোধে কাজ করবে । পুলিশ প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী মাঠে নামলে অনেককিছু নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন সাধারণ মানুষ ।
যশোরের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল ইসলাম সাংবাদিকদের বলেন বুধবার থেকে তারা কাজ শুরু করছেন।হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে কাজ করবেন তারা কেবল তাই নয়, যারা হোম কোয়ারেন্টাইনে আছেন তাদের দ্বারা সাধারণ মানুষের যাতে আক্রান্ত না হয় সেজন্য উদ্যোগ গ্রহণ করবে সেনাবাহিনী।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার বলেন সেনাবাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবে পুলিশ সাধারণ মানুষকে স্বস্তি দিতে প্রয়োজনীয় সবকিছু করা হবে ।