
শাখা সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি আমানুল্লাহ এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির আলোচনা রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মারুফ।
প্রধান অতিথি তার আলোচনায় বলেন, আত্মপ্রত্যয়ী যুবকরাই একটি সুখী-সমৃদ্ধশালী উন্নত ,আধুনিক কল্যাণ রাষ্ট্র গঠন করবে। দুর্নীতি-দুঃশাসন, রোধ ও রাজনৈতিক অস্থিরতা দূর করে শান্তি ও নিরাপত্তা সমাজ বিনির্মাণে ইসলামী যুব আন্দোলন দেশের আত্মপ্রত্যয়ী যুবকদের জ্ঞানগত ও গুণগত পরিবর্তন করতে চায়।
তাই উপস্থিত সকল সদস্যকে ইসলামী যুব আন্দোলন এর সাথে ধারাবাহিক কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
সদস্য সম্মেলনে বিশেষ অতিথি আলোচনা রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, সদর থানা সভাপতি আলহাজ্ব আবু তাহের, ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, নগর সাধারণ সম্পাদক মুফতি আমিরুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলন খুলনা মহানগর সভাপতি এইচএম খালিদ সাইফুল্লাহ ,জাতীয় শিক্ষক ফরম খুলনা মহানগর সহ-প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মুফতি আহসানুল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন সদর থানা সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসাইন , মোঃ আব্দুল মান্নান।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন সদর থানা সহ-সভাপতি মাওলানা হাবিবুল্লাহ গাজী, ইশা ছাত্র আন্দোলন মহানগর অর্থ সম্পাদক এমএম মাহদী হাসান, সদর থানা সভাপতি আবদুল্লাহ আল মামুন, যুব আন্দোলন সদর থানা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ টিপু সুলতান, হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম, মোহাম্মদ আলী আকবর, মোহাম্মদ আকবর আলী, মোঃ এনায়েত উল্লাহ হাসান, মোহাম্মদ জাহিদ হাসান, মোঃ আল-আমিন, মোঃ লাভলু হোসেন, মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।