১৫ আগস্ট ২০২২ তারিখ সোমবার যথাযোগ্য মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস খুলনা রেঞ্জ ও জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনার উদ্যোগে পালন করা হয়। এ উপলক্ষ্যে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়, রেঞ্জ কার্যালয়ের মসজিদে কোরআন খতম ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের যেসব সদস্য শাহাদাতবরণ করেন তাঁদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয়। খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী ও জেলা কমান্ড্যান্ট খুলনা মোঃ সেলিমুজ্জামান সহ সকল কর্মকর্তা, কর্মচারী ও ব্যাটালয়ন আনসারগণ এ মোনাজাতে অংশগ্রহণ করেন।
সকাল ৮ ঘটিকায় খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী ও জেলা কমান্ড্যান্ট খুলনা মোঃ সেলিমুজ্জামান জেলা প্রশাসক এর কার্যালয়, খুলনা প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।
১১.৩০ ঘটিকায় আনসার ও ভিডিপি রেঞ্জ কার্যালয়ের সভাকক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়। প্রদর্শনীর সময় উপস্থিত ছিলেন, খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী ও জেলা কমান্ড্যান্ট খুলনা মোঃ সেলিমুজ্জামান সহ খুলনা রেঞ্জ ও জেলা কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও ব্যাটালিয়ন আনসারগণ।
রেঞ্জের উপ-মহাপরিচালকের নির্দেশনায় অনুরুপ কার্যক্রম সহ খুলনা রেঞ্জের সকল জেলা ও ব্যাটালিয়নে ১১.৩০ ঘটিকায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রামান্যচিত্র প্রর্দশনের ব্যবস্থা করা হয়। এ সময় স্ব স্ব ইউনিটের সকল কর্মকর্তা, কর্মচারী, ব্যাটালিয়ন আনসার ও সাধারণ আনসার সদস্যগণ প্রামান্যচিত্রটি শ্রদ্ধাভরে দেখেন ।