বিশ্বময় প্রতিদিন স্লোগান নিয়ে পূর্ণাঙ্গ ও বাণিজ্যিক সম্প্রচারে গেল বেসরকারি টেলিভিশন চ্যানেল গ্লোবাল টেলিভিশন। দীর্ঘদিন পরীক্ষামূলক সম্প্রচারে থাকার পর বৃহস্পতিবার (৩০ জুন) থেকে পূর্ণাঙ্গ সম্প্রচারে গেল দেশের ৩৮তম এই টেলিভিশন চ্যানেলটি। সকল প্রস্তুতি সম্পূর্ণ করে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান গ্লোব ফার্মা গ্রুপের মালিকানাধীন টিভি স্টেশন এ বিকেল ৪টায় অনএয়ারের মাধ্যমে চ্যানেলটি আনুষ্ঠানিকতা শুরু করে।
নতুন এই টিভি স্টেশনটির শুভযাত্রায় উপলক্ষে খুলনায় যথাযোগ্য মর্যাদায় খুলনা বিভাগীয় অফিসে পালিত হলো গ্লোবাল টেলিভিশন এর উদ্বোধনী অনুষ্ঠান । এ সময় দোয়া ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। খুলনা বিভাগীয় অফিস উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা খুলনা বিভাগীয় প্রতিণিধি আনিছুর রহমান কবির এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়( বিএফইউজে) নির্বাহী সদস্য মোঃ হুমায়ূন কবির, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জিটিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি শেখ লিয়াকত হোসেন, আরটিভি খুলনা বিভাগীয় প্রতিনিধি ও খুলনা সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনী সম্পাদক এস এম মনিরুজ্জামান মনির, দৈনিক খুলনাটাইমস এর সম্পাদক সুমন আহমেদ,গ্লোবাল টেলিভিশন খুলনা ক্যামেরাম্যান মোঃ সামীম, প্রবাহ নিউজ টিভি র রিপোর্টার মুশফিক মেহেদী, মোহাম্মদ সিয়াম, খুলনা ভিশন নিউজ ২৪.কম এর রিপোর্টার পাপিয়া।
উল্লেখ্য গতকাল বর্তমানে তেজগাঁও শিল্প এলাকায় নিজস্ব ভবনে টেলিভিশনটির কার্যক্রম চলছে। সংবাদ এবং অনুষ্ঠানে মূলত বাঙালি সংস্কৃতি প্রতিফলনের প্রত্যয় নিয়ে গ্লোবাল টেলিভিশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল। সম্প্রচারের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে সর্বাধুনিক এইচডি প্রযুক্তি।
গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব মাল্টিমিডিয়া লিমিটেড।
সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচারে স্বকীয়তা অর্জন ও কথিত টিআরপি’র বাইরে সত্যিকার অর্থে দর্শকপ্রিয় টিভি চ্যানেল হিসেবে প্রতিষ্ঠিত হবে গ্লোবাল টেলিভিশন।