চ্যানেল খুলনা ডেস্কঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী অধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য তিনজন নারীকে সম্মাননা প্রদান করা হয়। খুলনা পাবলিক হল চত্বরে আজ (মঙ্গলবার) রাতে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনা জেলা ও মহানগর শাখা সম্মাননা প্রদানে আয়োজন করে।
বক্তারা বলেন, সমাজের জন্য যারা ভাল কাজ করে তাদের উৎসাহ ও সম্মাননা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। একটি সুন্দর ও উন্নত দেশ গঠনে নতুন প্রজন্মকে মানবিক গুণাবলি সম্পন্ন করে গড়ে তুলতে হবে। এজন্য পরিবার থেকে শিশুদের নৈতিক শিক্ষা দেয়ার জন্য বক্তারা আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ প্রফেসর জাফর ইমাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, আঞ্চলিক তথ্য অফিস খুলনার উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস ফাতেমা জামিন । সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনা জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক আনোয়ারুল কাদির। স্বাগত জানান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনা জেলার সমন্বয়ক অ্যাডভোকেট মমিনুল ইসলাম।
সম্মাননা প্রাপ্তরা হলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের সিটি স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. সৈয়দ লুৎফুন নাহার এবং বেসরকারি উন্নয়ন সংস্থা মাসাস’র নির্বাহী পরিচালক ও নারী নেত্রী অ্যাডভোকেট শামীমা সুলতানা শীলু ।