
‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন”এই স্লোগানকে সামনে রেখে মহিলা গণসেবা সংস্থা শিরোমনি শাখার উদ্যোগে আন্তর্জাতিক নারী উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০ টায় খানজাহান আলী থানার শিরোমণি সংস্হার কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি ইয়াসমিন আক্তার সাথী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য পায়রা বেগম। সংস্থার সাধারণ সম্পাদক আকলিমা খাতুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসেবা সংস্থার সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক শেখ আব্দুর সালাম ও খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিট ‘র সভাপতি শেখ বদরউদ্দিন। বক্তৃতা করেন সংস্থার সাংগঠনিক সম্পাদক সুবর্ণা খাতুন, ঝর্ণা বেগম, সাবিয়া খাতুন সীমা, নিলুফা খাতুন, সাওদ, সায়মা, রোজিনা, রেশমা, আরিফা, রেহানা, হালিমা, রেনুসহ সংস্থার সদস্যবৃন্দ।