সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক পার্টনারশিপ বৃদ্ধিকরণের লক্ষ্যে খুবির অনন্য উদ্যোগ | চ্যানেল খুলনা

বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিদের সাথে বৈঠক

আন্তর্জাতিক পার্টনারশিপ বৃদ্ধিকরণের লক্ষ্যে খুবির অনন্য উদ্যোগ

খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অবস্থান সুসংহত করা এবং একাডেমিক ও রিসার্চ পার্টনারশিপ বৃদ্ধিকরণের লক্ষ্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর পরামর্শক্রমে খুলনা বিশ্ববিদ্যালয়ের দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাসে যোগাযোগ করেন। এরই প্রেক্ষিতে রবিবার (৮ ডিসেম্বর) ঢাকাস্থ সুইজারল্যান্ড, ভুটান ও ব্রুনেই দূতাবাসের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান এ বৈঠকে অংশ নেন।

সুইজারল্যান্ড দূতাবাসের হেড অব পলিটিক্যাল ইকোনমি এন্ড কমিউনিটি অ্যাফেয়ার্স আলবার্টো জিওভানেত্তি’র সাথে আলোচনা করা হয়। এ সময় সুইজারল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে ফ্যাকাল্টি এক্সচেঞ্জ, জয়েন্ট রিসার্চ কোলাবরেশন এবং সুইজারল্যান্ডে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি নিয়ে আলোচনা করা হয়। আলোচনান্তে আলবার্টো জিওভানেত্তি খুলনা বিশ্ববিদ্যালয়ের এসকল বিষয় নিয়ে অ্যাম্বাসি অব সুইজারল্যান্ড ইন বাংলাদেশের পক্ষে একটি সেমিনার আয়োজনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের দেওয়া প্রস্তাব নিয়ে সুইজারল্যান্ডের বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করবেন বলে আশ্বস্থ করেন।

সর্বোপরি, তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ রকম একটি উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বলেন, বাংলাদেশে তাঁর কর্মমেয়াদে এই প্রথম কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এরকম একটি একাডেমিক কোলাবরেশনের প্রস্তাব নিয়ে আসা হয়েছে। তিনি ভবিষ্যতে খুলনা বিশ্ববিদ্যালয় ও অ্যাম্বাসি অব সুইজারল্যান্ড একসাথে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পরবর্তীতে রয়্যাল ভুটানিজ অ্যাম্বাসি বাংলাদেশের অ্যাম্বাসেডর রিনচেন কুয়েনসিল এর সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভুটান থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট প্রাপ্তির ব্যাপারে প্রস্তাব দেওয়া হয়। এ ছাড়াও ভুটানের রয়্যাল ইউনিভার্সিটির সাথে দ্বি-পাক্ষিক সম্পর্ক স্থাপনের জন্য অ্যাম্বাসেডরকে অনুরোধ করা হয়। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবসমূহকে স্বাগত জানান এবং অতিদ্রুত পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন বলে আশ্বস্থ করেন।

দিনের শেষ বৈঠকে হাইকমিশন অব ব্রুনেই দারুসসালাম এর ফার্স্ট সেক্রেটারি রোজাইমি আব্দুল্লাহ এর সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ বৈঠকে ব্রুনেই এর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের যোগসূত্র স্থাপনে হাইকমিশনের সহযোগিতা প্রত্যাশা করা হয়। এর প্রেক্ষিতে ফার্স্ট সেক্রেটারি আগামী ফেব্রুয়ারি মাসে খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে একটি সেমিনার আয়োজনে আগ্রহ প্রকাশ করেন। পরবর্তীতে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে ব্রুনেই এর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংযোগ স্থাপন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাপাসিটি বিল্ডিংসহ একাডেমিক এবং রিসার্চ পার্টনারশিপের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান।

সার্বিক বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান বলেন, উপাচার্য মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমরা খুলনা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং রিসার্চ পার্টনার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এরই লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যার মধ্যে এই বৈঠকগুলো প্রারম্ভিক পদক্ষেপ। আমরা বর্তমানে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের নোটেবল অ্যালামনাই এবং বিদেশি/বিদেশে অবস্থানরত খুুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের ডাটাবেজ তৈরি করার ব্যাপারে কাজ শুরু করেছি। তাদের সহযোগিতায় খুলনা বিশ্ববিদ্যালয়ে মেন্টরশিপ প্রোগ্রাম শুরু করা হবে; যেন আমাদের অ্যালামনাইদের মধ্য থেকে যারা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা/বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন, তাদের মাধ্যমে আমাদের বর্তমান শিক্ষার্থীরা সরাসরি প্রফেশনাল/একাডেমিক/রিসার্চ কর্মকাণ্ডে উপকৃত হতে পারেন। তিনি সকল অ্যালামনাইকে এ ধরনের উদ্যোগের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতার জন্য অনুরোধ করেন।

তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে সুংসহত করার জন্য পরবর্তীতে ট্রেসার স্টাডিসহ আরও বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, খুলনা বিশ্ববিদ্যালয় হবে আন্তর্জাতিক পরিমণ্ডলে সুপরিচিত এবং ইমপ্যাক্টফুল একটি বিশ্ববিদ্যালয়। যা ভবিষ্যতে খুলনা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর বাংলাদেশের একাডেমিক পার্টনার হিসেবে প্রতিষ্ঠিত করবে।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবি বার্তার ১০৩তম সংখ্যার মোড়ক উন্মোচন

কুয়েটে ন্যাশনাল আইডিয়া কেস কম্পিটিশন ‘বিজব্যাটেল’ অনুষ্ঠিত

খুবির অধীনে পাইকগাছা কৃষি কলেজ, উপাচার্যের নেতৃত্বে সরেজমিন পরিদর্শনে বিশেষজ্ঞ দল

খুবিতে মতবিনিময় সভায় শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী

শার্শায় ৪৬তম জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

গবেষণায় সহযোগিতা ও উদ্ভাবনী প্রযুক্তির উন্নয়নে একসাথে কাজ করার সুযোগ সৃষ্টি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।