সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক মানে উন্নীত হবে সৈয়দপুর বিমানবন্দর, সম্ভাব্য ব্যয় ১৫ হাজার কোটি | চ্যানেল খুলনা

আন্তর্জাতিক মানে উন্নীত হবে সৈয়দপুর বিমানবন্দর, সম্ভাব্য ব্যয় ১৫ হাজার কোটি

চ্যানেল খুলনা ডেস্কঃসৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণের লক্ষ্যে ভূমি অধিগ্রহণসহ বিভিন্ন সংস্থার বিদ্যমান স্থাপনা সমূহ হস্তান্তরের বিষয়ে নীলফামারীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী এমপি।

মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছায় আজ সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত হতে যাচ্ছে। এ বিমানবন্দর আন্তর্জাতিক মানের হলে এখানকার সবকিছুই আন্তর্জাতিক মাত্রা পাবে। গতিশীলতা পাবে অর্থনৈতিক কর্মকাণ্ড।

তিনি বলেন, আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণ করতে ভূমি অধিগ্রহণে যারা ক্ষতিগ্রস্ত হবেন তাদের সম্মানজনক অবস্থায় পুনর্বাসিত করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানও পুন:প্রতিষ্ঠা করা হবে। এখান থেকে আমেরিকা, নিউইয়র্ক, ভারত, নেপাল, ভূটানসহ আশপাশের দেশেরও বিমান চলাচল করবে।

প্রতিমন্ত্রী বলেন, আগামী বছরের প্রথম দিকে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণের কাজ শুরু হবে। এতে সম্ভাব্য ব্যয় হবে অন্তত ১৫ হাজার কোটি টাকা।

আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করণের লক্ষ্যে ভূমি অধিগ্রহণসহ বিভিন্ন সংস্থার বিদ্যমান স্থাপনা সমূহ হস্তান্তরের বিষয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- আসাদুজ্জামান নুর এমপি, আদেলুর রহমান এমপি, মোস্তাফিজার রহমান ফিজার এমপি, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান, জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার আশরাফ হোসেন, সিভিল এভিয়েশনের প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্মামীসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

খালার বাড়িতে ঈদের উপহার দিতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল ৩ ভাইয়ের

ঈদ করা হলো না বাবা-মেয়ের

কেঁদেও শেষ রক্ষা হলো না, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক ৩

চুরি করতে গিয়ে ধরা, ছাত্রদল-যুবদলের চার নেতাকর্মীকে গণপিটুনি

কিশোরীকে ধর্ষণের পর হত্যা, তিনজনের মৃত্যুদণ্ড

ঈদের কেনাকাটা করতে গিয়ে সড়কে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।