সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা হলে পদত্যাগ করবেন গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভিসি! | চ্যানেল খুলনা

একে একে তিন সহকারী প্রক্টরের পদত্যাগ

আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা হলে পদত্যাগ করবেন গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভিসি!

চ্যানেল খুলনা ডেস্কঃশর্ত সাপেক্ষে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিন। জানিয়েছেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে যদি মামলা করা হয়, তবেই তিনি পদত্যাগ করবেন। বিশ^বিদ্যালয় চলমান সঙ্কট নিয়ে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির কাছে তিনি এ অভিমত ব্যক্ত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে কমিটির এক সদস্য এ তথ্য জানিয়েছেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ে একে একে তিন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। সর্বশেষ বৃহস্পতিবার পদত্যাগ করেছেন প্রক্টরিয়াল বডির ছাত্র উপদেষ্টা ও ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ তরিকুল ইসলাম। বিশ্বদ্যিালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ নূরউদ্দীন আহমেদের কাছে পদত্যাগপত্রটি জমা দেন তিনি। রেজিস্ট্রার পদত্যাগ পত্রটি গ্রহণ করেছেন।
অন্যদিকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পরও সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। গতকালও তারা চোখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ করেন ক্যাম্পাসে।
এদিকে গতকাল পদত্যাগ পত্রকারী তরিকুল ইসলাম তার পদত্যাগপত্রে বলেন, ‘আমি প্রক্টরাল বডিতে ছাত্র বিষয়ক উপদেষ্টা কমিটির দায়িত্ব পালন করছিলাম। সম্প্রতি প্রশাসন বিরোধী অহিংস আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর বহিরাগত সন্ত্রাসীদের হামলায় ২০ জনেরও বেশি ছাত্র আহত হয়। এর মধ্যে আমার বিভাগের দু’জন শিক্ষার্থী রয়েছে।’ তিনি বলেন, ‘অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে জানাচ্ছি যে, অহিংস আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্তৃপক্ষ কোনও প্রকার কার্যকারী পদক্ষেপ নেয়নি। বরং ছাত্রদের ওপর বহিরাগত সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে বলে অভিযোগ রয়েছে।’
পদত্যাগ পত্রে এই শিক্ষক বলেন, ‘একই অভিযোগে আমার সহকর্মী ও সহকারী প্রক্টর সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হুমায়ুন কবির পদত্যাগ করেছেন। তারপর আমি কর্তৃপক্ষের কাছ থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের অপেক্ষায় থাকি। ন্যাক্কারজনক হামলার পরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও মামলা করেনি। এমনকি ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তা জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেয়নি। যা, অত্যন্ত দুঃখজনক।’
তিনি বলেন, ‘যে প্রশাসন আমার শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারে না, সেই প্রশাসনে আমি থাকতে চাই না। আমার সন্তানতুল্য শিক্ষার্থীদের ওপর হামলা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বে অবহেলার প্রতিবাদে আমি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করছি।’
এর আগে বুধবার রাতে সহকারী প্রক্টর ও কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ নাজমুল হক শাহিন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। নাজমুল হক শাহিনের আগে গত ২১ সেপ্টেম্বর সহকারী প্রক্টর ও সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হুমায়ূন কবির শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পদত্যাগ করেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. নূরউদ্দিন আহমেদ বলেন, পদত্যাগ পত্রটি আমি গ্রহণ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
তবে শিক্ষার্থীদের ওপর হামলায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলা ও সন্ত্রাসী লেলিয়ে দেয়ার প্রশ্ন করা হলে, তিনি তার কোন উত্তর দেননি।
এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ভিসি শিক্ষার্থীদের আন্দোলন দমাতে বার বার পদত্যাগের মিথ্যা গুজব ছড়িয়ে দিচ্ছেন। বাস্তবে তিনি এখনও পদত্যাগ করেননি। এর আগে গত ২২ সেপ্টেম্বরও পদত্যাগের গুজব ছড়ানো হয়েছিলো।
তদন্ত কমিটির এক সদস্য জানিয়েছেন, বশেমুরবিপ্রবি’র ভিসি খোন্দকার নাসির উদ্দিন জানিয়েছেন, যদি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হয় তবে তিনি পদত্যাগ করবেন। কারণ, তাদের কারণে তিনি সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন। সুষ্ঠুভাবে ভিসির দায়িত্ব পালন করতে গিয়ে তিনি চরমভাবে অপমাণিত হয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের অশোভন আচরণ তাকে অসম্মানিত করেছে। তাদের বিরুদ্ধে মামলা না হলে তিনি পদত্যাগ করবেন না বলেও উল্লেখ করেন ভিসি।
প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও দ্য ডেইলি সানের ক্যাম্পাস প্রতিনিধি ফাতেমা-তুজ-জিনিয়াকে অন্যায়ভাবে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ফেসবুকে তীব্র সমালোচনার মুখে ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জিনিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয়। অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, কেলেঙ্কারিসহ ১৬টি কারণ দেখিয়ে গত ১৯ সেপ্টেম্বর থেকে ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ আন্দোলন দমাতে ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়। পরে বহিরাগতরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা পর্যবেক্ষণে বশেমুরবিপ্রবিতে অবস্থান করছে ইউজিসির পাঁচ সদস্যের একটি তদন্ত দল। তাদের পর্যবেক্ষণের ভিসির ভাগ্য নির্ধারণ হবে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

‘দেশের মানুষের দারিদ্রের হার ১৮.৭০ শতাংশে নেমে এসেছে’

অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, মায়ের কারাদণ্ড

যুবককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই, ৩৬ ঘণ্টা পর উদ্ধার

কুষ্টিয়ায় রেস্তোরাঁয় ঢুকে ৩ জনকে ছুরিকাঘাত

জার্মানি সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

ঢাকার উদ্দেশে মিউনিখ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।