সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আপন কর্মসৌন্দর্য্যকে উম্মোচিত করে জনগণকে সেবা প্রদান করতে হবে-জেলা প্রশাসক | চ্যানেল খুলনা

আপন কর্মসৌন্দর্য্যকে উম্মোচিত করে জনগণকে সেবা প্রদান করতে হবে-জেলা প্রশাসক

চ্যানেল খুলনা ডেস্কঃখুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন বলেছেন, আপন কর্মসৌন্দর্য্যকে উম্মোচিত করে জনগণকে সততা ও নিষ্ঠার সাথে সেবা প্রদান করতে হবে। ভূমি সংক্রান্ত বিষয়ে যথেষ্ট জটিলতা আছে। সে ক্ষেত্রে কর্মকর্তা থেকে শুরু করে জনগণকেও সচেতন হতে হবে। তিনি বলেন সদাশয় সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমি ব্যবস্থাপনাকে সহজীকরণ করার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। সে লক্ষ্যে কাজ করছে দায়িত্বরত সকল কর্মকর্তাগণ। তিনি টিম ওয়ার্কের মাধ্যমে পারস্পরিক সহযোগিতায় কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
২৮ নভেম্বর সকালে রূপসা উপজেলা পরিষদ চত্বরে দূর্ণীতিমুক্ত হয়ে ভূমি সেবা প্রদানে গৃহীত কার্যক্রম বিষয়ে সেবা গ্রহীতাদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, সরকার সু-শাসন প্রতিষ্ঠা করতে চান। এ লক্ষ্যে সর্বাগ্রে সকলের সম্মিলিত সহযোগীতায় আমাদের মাদক নির্মূল করতে হবে। বাল্য বিবাহ পরিহার করতে হবে। তিনি বলেন, সকলে মিলে যার যার অবস্থান থেকে সততার সাথে কাজ করলে অবশ্যই একদিন এই বাংলা সোনার বাংলায় রূপ নেবে।
উপজেলা ভূমি অফিস আয়োজিত এ অনুষ্ঠানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার। স্বাগত বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. কামাল উদ্দীন বাদশা, রূপসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গাজী রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ফরিদুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিউলি মজুমদার, উপজেলা নির্বাচন অফিসার মোল্লা নাসির হোসেন, প্রকল্প বান্তবায়ন কর্মকর্তা মো. আরিফ হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান, সমাজসেবা কর্মকর্তা প্রবীর রায়, সমবায় কর্মকর্তা প্রশান্ত ব্যাণার্জী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, উপজেলা আইসিটি অফিসার মো. রেজাউল করিম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ফকির, ইলিয়াজ শেখ প্রমূখ। এর আগে প্রধান অতিথি ভূমি অফিস পরিদর্শন, কার্যাবলি সম্বলিত বিল বোর্ড, অস্থায়ী ভূমি উন্নয়ন কর আদায় ক্যাম্প, অভ্যন্তরিন আমন ধান সংগ্রহ ২০১৯-২০ এর উদ্বোধন, কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার এবং বীজ বিতরণ করেন। এছাড়া উপজেলা মডেল মসজিদের জায়গা ও কার্যক্রম পরিদর্শন, যৌতুক, বাল্য বিবাহ ও মাদকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে বিল বোর্ড স্থাপন, নৈহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাইল্ড ইন্টিগ্রিটি এন্ড শিশু বঙ্গবন্ধু ফোরামের উদ্বোধন করেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।