চ্যানেল খুলনা ডেস্কঃআফগানিস্তানের উত্তরাঞ্চলে পারওয়ার প্রদেশে হঠাৎ আকস্মিক বন্যায় কমপক্ষে ৭০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু বাড়িঘর বন্যার স্রোতে ভেসে গেছে। রাতে ঘুমের মধ্যে বন্যার হানায় মৃতদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করেছে রাজ্য সরকার। খবর বিবিসির।
বন্যার পানিতে ভেসে আসা কাদা সরাতে সেখানে ভাড়ি যন্ত্রপাতি নিয়ে উদ্ধার কর্মীরা কাজ করছেন। অনেকে তাদের আত্মীয় স্বজনদের খোঁজ-খবর নিচ্ছেন। ;দেশটির প্রেসিডেন্টের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সহায়তা দিতে রাজ্য সরকারের প্রতি নির্দেশ দেয়া হয়েছে। রাজ্যটিতে বর্ষার সময় প্রায়ই এমন ভয়াবহ বন্যা হয়ে থাকে। এ মাসের শুরুতেও ১৬ জনের মৃত্যু হয়েছিল।
উল্লেখ্য, ভয়াবহ এ বন্যায় ৩০০ টির বেশি ঘর সম্পূর্ণ ধংস হয়ে গেছে এবং কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।