সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আবারো পরিবারের সদস্যদের নাম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী | চ্যানেল খুলনা

আবারো পরিবারের সদস্যদের নাম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা ডেস্কঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের নাম আবার উল্লেখ করলেন। জাতীয় সংসদের অধিবেশনে একবার তিনি তার ‘পরিবার’ বলতে কাদেরকে বোঝায় তাদের নাম জানিয়েছিলেন। এর বাইরে কেউ তার পরিবার নয় বলে উল্লেখ করেছিলেন। গতকাল মঙ্গলবার রাতে আবারও তিনি তার পরিবারের সদস্যদের নাম জানিয়েছেন।

সাম্প্রতিক সময় আইনশৃংখলা বাহিনী যখন শুদ্ধি অভিযান পরিচালনা করছে সেই প্রেক্ষিতে শেখ হাসিনা আইনিপ্রয়োগকারী সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তার পরিবারের সদস্যদের নামের তালিকা প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী বলেছেন যে, তিনি, তার ছোট বোন শেখ রেহানা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানার ছেলে রিদওয়ান মুজিব ববি, শেখ রেহানার দুই মেয়ে টিউলিপ সিদ্দিকী এবং রুপন্তী সিদ্দিকী ছাড়া তার পরিবারের আর কোনো সদস্য নেই। এ ছাড়া আর কেউ তার পরিবারের সদস্য হিসেবে বিবেচিত হবে না।

বিভিন্ন সূত্রে জানা গেছে যে, সাম্প্রতিক শুদ্ধি অভিযানে আওয়ামী লীগের কিছু প্রভাবশালী ও স্পর্শকাতর নেতার নাম এসেছে। সে বিষয়গুলো নিয়ে আইনপ্রয়োগকারী সংস্থা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা চাইতে গেলে তিনি বলেন, অপরাধীদের ব্যাপারে কোনো সহানুভূতি দেখানো যাবে না, সেটা তিনি যেই হন না কেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের নাম বলেন। উল্লেখ্য, গতকাল রাতে পুলিশের আইজিসহ উর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

খালার বাড়িতে ঈদের উপহার দিতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল ৩ ভাইয়ের

ঈদ করা হলো না বাবা-মেয়ের

কেঁদেও শেষ রক্ষা হলো না, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক ৩

চুরি করতে গিয়ে ধরা, ছাত্রদল-যুবদলের চার নেতাকর্মীকে গণপিটুনি

কিশোরীকে ধর্ষণের পর হত্যা, তিনজনের মৃত্যুদণ্ড

ঈদের কেনাকাটা করতে গিয়ে সড়কে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।