বৃহত্তর “আমরা খুলনাবাসি সংগঠন” এর পক্ষ থেকে বটিয়াঘাটা উপজেলা নবাগত নির্বাহী অফিসারের সাথে সৌজন্য এক সাক্ষাৎতে মিলিত হয়। গতকাল বৃহস্পতিবার সকালে বটিয়াঘাটা উপজেলা কমিটির পক্ষথেকে তাকে ক্রেস্ট প্রদান করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন,ভূমি অফিসের সারবেয়ার সাকেরুল ইসলাম সোহাগ,বৃহত্তর “আমরা খুলনাবাসি সংগঠনের” বটিয়াঘাটা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সরদার হাফিজুর রহমান হাফিজ। সাংগঠনিক সম্পাদক পরাগ বিশ্বাস,পল্লী সঞ্চয় ব্যাংককের কামাল হোসেন,ডাঃ জুগোল কিশোর গোলদার,জগদীশ রায়,বিভুতি মন্ডলসহ আরো অনেকে। এসময় বটিয়াঘাটার সার্বিক উন্নয়ন বিষয় আলোচনা করা হয়।