চ্যানেল খুলনা ডেস্কঃবাবার হত্যাকারীদের ফাঁসির দাবিতে যশোরে রাস্তায় দাঁড়িয়েছে আট বছরের শিশু হারুন ও তামিম। পাশাপাশি বিভিন্ন ব্যানারে এই দুই শিশুর সঙ্গে তাদের বাবা আব্দুর রহমানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন স্থানীয়রা। এমন দৃশ্য দেখে থমকে গেছেন পথচারীদের অনেকেই।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে জেলা যুব শ্রমিক লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুর রহমানের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচিতেই মা নিলুফা খাতুন আর বোন রিতুর সঙ্গে হারুন ও তামিম এই দাবি জানায়।
শিশু হারুন ও তামিম বলে, ‘আমার আব্বুকে যারা খুন করেছে, তাদের তোমরা ফাঁসি দাও।’ এ সময় তাদের বাবাকে কারা খুন করেছে- এমন প্রশ্ন করলে দুইজনে নির্বাক দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে থাকে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল আজিজ, সিনিয়র সহ-সভাপতি আকরাম হোসেন, মহাসিন হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিটন, প্রচার সম্পাদক চান মিয়া, বীর মুক্তিযোদ্ধা ওলিয়ার রহমান প্রমুখ।
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে যশোর শহরের বারান্দীপাড়া বাঁশতলা এলাকায় এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয় জেলা যুব শ্রমিক লীগের নেতা আব্দুর রহমানকে। এ ঘটনায় তার স্ত্রী নিলুফা খাতুন বারান্দীপাড়া-মোল্যাপাড়া এলাকার আমতলা মোড়ের মৃত নিজাম আলী সরদার ওরফে মেজ খোকনের ছয় ছেলে-আকরাম হোসেন, কুদ্দুস ওরফে মেটো কুদ্দুস, বাদল, ফারুক হোসেন, নূর আলম ও শাহ আলম এবং মোকসেদ আলী সরদার ওরফে বড় খোকনের দুই ছেলে- সাহেব আলী ও আহাদ আলীকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।