সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
‘আমার চেয়ারে বসছে কেন’, অ্যাওয়ার্ড শোতে গিয়ে তানজিন তিশার কাণ্ড | চ্যানেল খুলনা

‘আমার চেয়ারে বসছে কেন’, অ্যাওয়ার্ড শোতে গিয়ে তানজিন তিশার কাণ্ড

অ্যাওয়ার্ড শো চলছে। পাশাপাশি চেয়ারে বসে আছেন মেহজাবীন চৌধুরী, আফরান নিশো ও শবনম বুবলী। কিছুক্ষণ পর সেখানে এলেন তানজিন তিশা। বুবলীর পেছনে চেয়ারে বসলেন। অনেকটা বিরক্তি নিয়েই বুবলীকে ইঙ্গিত করে বললেন, ‘আমার চেয়ারে বসছে কেন?’ সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ধরা পড়েছে এ দৃশ্য।

গত ৩০ অক্টোবর রাজধানীর একটি ক্লাবে অনুষ্ঠিত হয় ‘জুভিরোজ বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩ ’। উপস্থিত ছিলেন দেশের শোবিজ তারকারা। তাঁরা কে কোন চেয়ারে বসবেন, সবই আগে থেকেই ঠিক করা ছিল। সবার নামে ছিল আলাদা আলাদা চেয়ার। তিশার নাম লেখা ছিল যে চেয়ারে, তাতে বুবলী বসায় মনক্ষুণ্ন হন তিনি। ভিডিওতে দেখা যায়, বুবলীর পেছনের চেয়ারে বসে তাঁকে দেখিয়ে তিশা কাউকে বলছেন, ‘আমার চেয়ারে বসছে কেন?’

এদিন চেয়ার নিয়ে ঘটেছে আরও একটি মজার কাণ্ড। আরেক ভিডিওতে দেখা যায়, বুবলীর নাম লেখা চেয়ারে বসে মেহজাবীনের সঙ্গে গল্প করছিলেন নিশো। বুবলীকে দেখেই হাসিমুখে নিশো বলে ওঠেন, ‘আমি মনে হয় আপনার চেয়ারে বসে পড়েছি।’ বুবলী উত্তরে বলেন ‘ওকে, নো প্রবলেম।’ এ কথা বলতে বলতে অন্য চেয়ারে বসে পড়েন তিনি।

২০২৩ সালের কাজের ভিত্তিতে দেওয়া হয়েছে এবারের এক্সিলেন্স অ্যাওয়ার্ড। এর মধ্যে ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পেয়েছেন আফরান নিশো। ‘প্রহেলিকা’র জন্য সেরা অভিনেত্রী হয়েছেন শবনম বুবলী। নির্মাতার পুরস্কার পেয়েছেন রায়হান রাফী।

‘দ্য সাইলেন্স’ ওয়েব ফিল্মের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মেহজাবীন চৌধুরী। ‘পুতুলের সংসার’ নাটকে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তানজিন তিশা। ‘শহরে অনেক রোদ’ নাটকের জন্য সেরা অভিনেতা হয়েছেন খায়রুল বাসার।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

ছুটি কাটাতে গিয়ে মৃত্যুর মুখে জনপ্রিয় অভিনেত্রী

ফের খুলনার প্রেক্ষাগৃহে আফরান নিশোর ‘সুড়ঙ্গ’

শীতে খোলামেলা পোশাকে জয়া নতুর রুপ

মা হলেন অভিনেত্রী দেবলীনা

নতুন লুকে পরীমনি, সিঁথিতে সিঁদুর

শুভেচ্ছাদূত হলেন সামিরা খান মাহি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।