দীর্ঘসময় পর বড়পর্দায় আসছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। আগামী ১৩ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে তার সিনেমা ‘ডেঞ্জার জোন’। বেলাল সানি পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে দেখা যাবে জলিকে।
তবে সিনেমার বাইরেও আরেকটি সুখবর দিয়েছেন এই চিত্রনায়ক। একটি গণমাধ্যমের সঙ্গে আলাপে জানিয়েছেন, আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি।
এ প্রসঙ্গে বাপ্পী চৌধুরী বলেছেন, ‘নিশ্চিত, আগামী বছর বিয়ে করব। পরিবারের পছন্দে বিয়েটা করব। তাদের পরিকল্পনা আছে, বলেছে মার্চ-এপ্রিলে আমাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেবে। আমিও বিয়ের জন্য তৈরি হচ্ছি।’
এদিকে বড়পর্দায় দীর্ঘ অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে এই চিত্রনায়ক বলেছেন, ‘আমি যে ধরনের কাজ করতে চাইছি, সে ধরনের কাজের প্রস্তাব পাচ্ছি না। তাই অপেক্ষা করছি। পরিকল্পনা চলছে। আমার আসলে থ্রিলার ধাঁচের ছবিতে আগ্রহ বেশি।’
মনমতো সিনেমার স্ক্রিপ্ট না পেয়ে আপাতত ব্যবসায় মনযোগী হয়েছেন বাপ্পী চৌধুরী। ব্যবসা প্রসঙ্গে তার ভাষ্য, ‘ব্যবসায়ী বলতে গেলে, নিজেকে নতুনভাবে তৈরির সময় দিচ্ছি। আমার বাবা আর বড় ভাইকেও সময় দিচ্ছি। আমাদের সুতা ও তুলার ব্যবসা। ওখানে নয়টা-পাঁচটা সময় দিতে হচ্ছে। ছয় মাস ধরে আমার এই রুটিন চলছে। আমিও বেশ উপভোগ করছি। আমার মনে হয়, যেকোনো সন্তানের একটা সময় বাবার হাত ধরা উচিত। আমিও তা–ই করেছি। তিনিও চাইছিলেন, অভিনয়ের পাশাপাশি ব্যবসা করি।’