প্রাণঘাতী করোনাভাইরাস মহামারির মধ্যেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর আয়োজন হতে চলেছে। তাই মারণ ভাইরাসের সংক্রমণের ঝুঁকি রুখতে ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অর্থাৎ এসওপি-১৬ পাতার নিয়মকানুন প্রকাশ করেছে।
টস এর সময় কাগজে লেখা টিম লিস্ট আদান-প্রদানের নিয়ম তুলে দিয়ে ইলেকট্রনিক টিম লিস্ট চালু করার কথা ভাবছে আইপিএল’র আয়োজকরা।
টস করতে হবে সামাজিক দূরত্ব বিধি মেনে এবং চিরকালীন প্রথা মেনে টস এর আগে এবং পরে হ্যান্ডশেক করা চলবে না। টস এর সময় থাকবে না কোনও ম্যাসকট। ম্যাচ চলাকালীন ডাগআউটেও বসতে হবে সামাজিক দূরত্বের বিধি মেনে।