সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আর্টিকেল লেখায় শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে হাতে-কলমে শিক্ষা অধিক ফলপ্রসূ হতে পারে | চ্যানেল খুলনা

খুবি রিসার্চ সোসাইটি আয়োজিত কর্মশালায় প্রফেসর রেজাউল করিম

আর্টিকেল লেখায় শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে হাতে-কলমে শিক্ষা অধিক ফলপ্রসূ হতে পারে

খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির আয়োজনে ‘এক্সিলেন্স ইন আর্টিকেল রাইটিং- এ পাথ টু জার্নাল পাবলিকেশন’ শীর্ষক শীর্ষক এক কর্মশালা শনিবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের ফার্মেসী ডিসিপ্লিনের ক্লাসরুমে অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণালব্ধ জ্ঞানের পরিধি প্রকাশ পায় জার্নালে রিসার্চ আর্টিকেল পাবলিকেশনের মাধ্যমে। এক্ষেত্রে সংশ্লিষ্ট জার্নালের রিকয়ারমেন্ট অনুযায়ী আর্টিকেল লিখতে হয়। শিক্ষার্থীদের এই গবেষণালব্ধ জ্ঞানের পরিধি প্রকাশের মাধ্যমে তাঁর ক্যারিয়ার বদলে যাওয়ার পাশাপাশি সমাজ উপকৃত হতে পারে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তুলতে এ ধরনের কর্মশালা খুবই প্রয়োজনীয়। তবে শুধু শোনা নয়, হাতে-কলমে গ্রুপভিত্তিক ওয়ার্কের মাধ্যমে এই কর্মশালা আরও ফলপ্রসূ হতে পারে। তিনি আর্টিকেল লেখার ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনে এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। পরে কি-নোট স্পিকার হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. সঞ্জয় কুমার চন্দ ও শিক্ষা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ফজলে রাব্বি।

খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির সভাপতি ফজলে রাব্বি শাকিলের সভাপতিত্বে ও সৌরভ কুমার দাসের সঞ্চালনায় এ কর্মশালায় সামাজিক বিজ্ঞান স্কুল, কলা ও মানবিক স্কুল, আইন স্কুল ও শিক্ষা স্কুলভুক্ত ডিসিপ্লিনসমূহের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবি বার্তার ১০৩তম সংখ্যার মোড়ক উন্মোচন

কুয়েটে ন্যাশনাল আইডিয়া কেস কম্পিটিশন ‘বিজব্যাটেল’ অনুষ্ঠিত

খুবির অধীনে পাইকগাছা কৃষি কলেজ, উপাচার্যের নেতৃত্বে সরেজমিন পরিদর্শনে বিশেষজ্ঞ দল

খুবিতে মতবিনিময় সভায় শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী

শার্শায় ৪৬তম জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

গবেষণায় সহযোগিতা ও উদ্ভাবনী প্রযুক্তির উন্নয়নে একসাথে কাজ করার সুযোগ সৃষ্টি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।