সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আ’লীগে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যুদের স্থান হবে না | চ্যানেল খুলনা

নগর ও জেলা কমিটির যৌথ সভায় শেখ হেলাল : ত্রি-বার্ষিক সম্মেলন ১০ ডিসেম্বর

আ’লীগে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যুদের স্থান হবে না

চ্যানেল খুলনা ডেস্কঃবাগেরহাট-১ আসনের সংসদ সদস্য ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন বলেছেন, আ’লীগে আর কোন শামীম সম্রাটের প্রবেশ করতে দেয়া হবে না। আসামি সম্মেলন হবে একটি সুন্দর এবং সর্বমহলে গ্রহণযোগ্য একটি সম্মেলন। তিনি বলেন, শামীম সম্রাটরা দলে অনুপ্রবেশ করে আ’লীগের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুন্ন করেছে। সেজন্যে আ’লীগে জঙ্গি, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ভূমিদস্যুর স্থান হবেনা। তবে যারা সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি তাদের বিষয়টি বিবেচনা করা হবে। যারাই সমাজ বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে রাষ্ট্র ও সরকার ব্যবস্থা গ্রহণ করবে। তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা স্ব স্ব এলাকায় এ সকল দুর্বৃত্তদের চিহ্নিত করে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে দিলে তারা ব্যবস্থা গ্রহণ করবে। আর আপনারা নিজেরা এ ধরনের অপরাধের সাথে জড়িত আছেন আসামিতে ভালো হয়ে যান। ভালো না হলে কমিটিতে স্থান থাকবে না। তিনি আরো বলেন, নগর ও জেলা আ’লীগের সম্মেলনের মধ্যদিয়ে রূপকল্প ২০২১ এবং ২০৪১ বাস্তবায়ন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করতে হবে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নগর ও জেলা আ’লীগের নির্বাহী কমিটির যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা মহানগর আ’লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে এবং নগর আ’লীগ সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এবং জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারীর পরিচালনায় অতিথির বক্তৃতা করেন জেলা আ’লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় কমিটির সদস্য এড. চিশতি সোহরাব হোসেন শিকদার ও এড. সোহরাব আলী সানা, আ’লীগ নেতা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোল্লা জালাল উদ্দিন, কাজি আমিনুল হক, এড. কাজী বাদশা মিয়া, শেখ হায়দার আলী, এ এফ এম মাকসুদুর রহমান, কাজী এনায়েত হোসেন, বেগ লিয়াকত আলী, বি এম এ সালাম, মল্লিক আবিদ হোসেন কবীর, শেখ সিদ্দিকুর রহমান, এমডিএ বাবুল রানা, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, নুর ইসলাম বন্দ, শেখ মোঃ ফারুক আহমেদ, কামরুজ্জামান জামাল, আবুল কালাম আজাদ কামাল, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ নুরুজ্জামান, এড. আইয়ুব আলী শেখ, মকবুল হোসেন মিন্টু, এড. নবকুমার চক্রবর্তী, জামাল উদ্দিন বাচ্চু, এড. নিমাই চন্দ্র রায়, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, এড. ফরিদ আহমেদ, শেখ ফজলুল হক, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, জোবায়ের আহমেদ খান জবা, ফেরদৌস আলম চাঁন ফরাজী, এড. খন্দকার মজিবর রহমান, হালিমা ইসলাম, অধ্যাপক আলমগীর কবীর, কাউন্সিলর আলী আকবর টিপু, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, কামরুল ইসলাম বাবলু, মোকলেছুর রহমান বাবলু, বিরেন্দ্র নাথ ঘোষ, ডাঃ শহিদুল্লাহ, হাফেজ মোঃ শামীম, এড. মোঃ শাহ আলম, মোঃ মফিদুল ইসলাম টুটুল, শেখ শহিদুল ইসলাম, শেখ নুর মোহাম্মদ, মোঃ শহিদুল ইসলাম, মোঃ শাহাজাদা, শেখ মোশাররফ হোসেন, মোজাম্মেল হক হাওলাদার, কাউন্সিলর শেখ মোশারাফ হোসেন, এড. মোঃ সাইফুল ইসলাম, শেখ সৈয়দ আলী, এ কে এম সানাউল্লাহ নান্নু, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, শেখ আবিদ হোসেন, তসলিম আহমেদ আশা, কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম বাশার, আজগর আলী মিন্টু, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, হাসান ইফতেখার চালু, শেখ মোঃ আনোয়ার হোসেন, মাকসুদ আলম খাজা, অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, অধ্যাপক রুনু ইকবাল, ফারহানা হালিম,এড. সুলতানা রহমান শিল্পী, জয়ন্তী রাণী সরকার, শোভা রাণী হালদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় সার্কিট হাউজ মাঠে আসামি ১০ ডিসেম্বর খুলনা মহানগর ও জেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের সিদ্ধান্ত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন উদ্বোধন করবেন বাংলাদেশ আ’লীগ সভাপতিমন্ডলীর সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য, দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, সম্মানিত অতিথির বক্তব্য রাখবেন, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, নির্বাহী সদস্য, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, সাবেক প্রতিমন্ত্রী মীর্জা আযম এমপি, সেখ সালাহ্উদ্দিন জুয়েল এমপি, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, নির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, নির্বাহী সদস্য এড. আমিরুল ইসলাম মিলনসহ স্থানীয় সংসদ সদস্য ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সম্মেলনে সভাপতিত্ব করবেন খুলনা জেলা আ’লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। স্বাগত বক্তব্য রাখবেন মহানগর আ’লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সম্মেলন পরিচালনা করবেন মহানগর আ’লীগ সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান ও জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।