বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন বলেছেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের জনগণ শান্তিতে থাকে, দেশের উন্নয়ন হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে করোনায় বাংলাদেশের এক কোটি মানুষের মৃত্যুর আশংকা ছিলো, সেখানে প্রধানমন্ত্রীর সঠিক নেতৃত্বে এবং আল্লাহর অশেষ রহমতে করোনা মোকাবেলায় অন্যান্য দেশের চেয়ে আমাদের দেশ অনেক অগ্রসর। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় মোল্লাহাটের ঝর্ণা আলম সুপার মার্কেটে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় উদ্বোধন ও প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ও বক্তব্য দেন শেখ হেলাল উদ্দীন এমপি’র সহধর্মীনী রূপা চৌধূরী। এছাড়া বক্তব্য দেন বাগেরহাট জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডঃ ভূইয়া হেমায়েত উদ্দিন, আওয়ামীলীগ নেতা হেদায়েতুল ইসলাম স্বপন।
উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানার সার্বিক তত্বাবধানে ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি কালিপদ বিশ্বাসের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ হেলাল উদ্দীন এমপি’র একান্ত সহকারী আওয়ামীলীগ নেতা শিকদার ওয়ালিদ হোসেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোল্লাহাট ফাউন্ডেশনের সভাপতি শহীদ মেহফুজ রচা, আওয়ামীলীগ সহ-সভাপতি ইউসুফ আলী খান, আওয়ামীলীগ নেতা আবুল বাশার মোল্লা, অধ্যক্ষ এল জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য এস,এম, অলিউজ্জামান, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এস,কে হায়দার মামুন ও মোঃ জিকরুল আলম মিয়া, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির, হাসান মোল্লা হায়দার ও নজরুল ইসলাম মিল্টন, প্রচার সম্পাদক এস,এম, নাসির উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, সাধারন সম্পাদক মুন্সি তানজিল হোসেন, ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধূরী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আশিকুল আলম তন্ময়, উপজেলা কৃষকলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান মিয়া, উপজেলা আ’লীগ সদস্য প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান প্রমুখ।