দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘আল জাজিরার তথ্যচিত্রটি আমি দেখেছি। আমাদের অপেক্ষা করতে হবে, এসব অভিযোগের বিষয়ে তারা কী প্রমাণ পেশ করে। আল জাজিরা যা করেছে তা তাদের একান্ত নিজস্ব বিষয়। প্রতিবেদনে উত্থাপিত অভিযোগসমূহের বিষয়ে তারা কী তথ্যপ্রমাণ উপস্থাপন করে সে পর্যন্ত অপেক্ষা করব আমরা।’ দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আজ রোববার এ কথা বলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান।
সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এ রিপোর্টের বিষয়ে দুদক অনুসন্ধান বা তদন্ত করবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান আরো বলেন, ‘রিপোর্টটিতে আল জাজিরা বেশ কিছু তথ্যপ্রমাণ উপস্থাপনের কথা বলেছে। এসব নথি ও তথ্যপ্রমাণ আমাদের কাছে নেই। যদি তথ্যপ্রমাণ পাই তখন দেখব।’
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, মিডিয়া জনগণের এনিমি বা শত্রু। কিন্তু আমি মনে করি, মিডিয়া জনগণের বন্ধু।
অপর এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘সুশাসন ও টেকসই উন্নয়নের জন্য দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা জরুরি।’
সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান প্রতিষ্ঠানটির বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন অংশ ও সুপারিশ তুলে ধরেন। এ সময় দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান ও এ এফ এম আমিনুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।