সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
আশাশুনিতে ২৬ বস্তা সরকারি চালসহ ডিলার মুজিবর আটক | চ্যানেল খুলনা

ধরাছোয়ার বাইরে আশাশুনি খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়েরঅসাধু কর্মকর্তারা

আশাশুনিতে ২৬ বস্তা সরকারি চালসহ ডিলার মুজিবর আটক

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে খাদ্য বান্ধব কর্মসূচির (১০ টাকা কেজি দরে বিক্রয়ের) ২৬ বস্তা চাউল কালোবাজারে বিক্রয়ের প্রাক্কালে আটক করা হয়েছে। ডিলার মুজিবরকে গ্রেফতার করা হলেও অন্যরা পালিয়ে যেতে সক্ষম হন। এব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে বড়দল বাজারে এ ঘটনা ঘটে। উপজেলার বড়দল ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির (১০ টাকা কেজি দরে বিক্রয়ের জন্য) ডিলার বড়দল গ্রামের শাহাজ উদ্দিন সানার পুত্র মুজিবর রহমান কার্ডধারীদের চাউল দেওয়ার সময় ২৬ বস্তা চাউল আত্মসাতের লক্ষ্যে গোপনে রেখে দেন। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম এর নেতৃত্বে এসআই মোস্তাফিজুর রহমান অভিযান পরিচালনা করেন। এসময় বড়দল বাজারস্থ শাজাহান গাজীর গুদাম ঘরের মধ্যে হতে ২৬ বস্তা (যাহা সরকারী বস্তা পরিবর্তন করো সাধারণ পাটের বস্তায় ভরা ছিল) চাউল উদ্ধার করা হয়। যার ওজন এক হাজার দু’শত সত্তর কেজি। যার বর্তমান বাজার মূল্য অনুমান ৫০ হাজার আটশত টাকা। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকায় ডিলার মুজিবর সানাকে গ্রেফতার করেন। গুদাম ঘরের মালিক বড়দল গ্রামের মৃত ঈমান উদ্দীন গাজীর পুত্র শাহজাহান গাজীসহ অজ্ঞাতনামা ৪/৫ জন পলাতক রয়েছেন। এব্যাপারে থানার ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্ট এর ২৫(১)/২৫ঘ ধারায় ১(০৪)২০২০ নং মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃর্ত মুজিবর সানা জানান,তিনি খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর থেকেই গরীব মানুষের জন্য সরকার কর্তৃক প্রদত্ত এ চাল কালোবাজারে বিক্রয় করে দির্ঘ দিন যাবত । শুধু তিনিই নন এইভাবে আশাশুনি ও সাতক্ষীরা জেলা খাদ্য নিয়ন্ত্রকের আওতায় যত ডিলার রয়েছেন প্রায় সবাই কর্মকর্তাদের ম্যানেজ করে খোলাবাজারে চাল বিক্রি করে দেন । আর এই কালোবাজারে চাল বিক্রির কিছু অংশ আশাশুনি উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের কিছু অসাধু কর্মকর্তাদের ভাগ দিয়ে এ কাজ করে আসছেন । বিশেষ করে আশাশুনি এলএসডির পরিদর্শক ও উপ-পরিদর্শক এবং গুদাম,নিরাপত্তা কর্মীরা জরিত রয়েছে । সাতক্ষীরা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ভিক্তিক রয়েছে এক বিশাল সিন্ডিকেট । অনুসন্ধান করলেই বেড়িয়ে আসবে থলের বিড়াল ।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন

তালায় বিশ্ব মা দিবস পালিত

অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের জন্য সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন

তালা উপজেলা পরিষদ নির্বাচন : প্রতীক পেয়েই প্রচার শুরু

তালায় তিন যুগ ধরে পথচারীদের মাঝে পানি তৃষ্ণা দূর করে আসছেন দেবনাথ পরিবার

তালায় অপরিপক্ক আম জব্দ : ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।